ব্রেকিং নিউজ
Home - উপকূলের মুখ - কাউখালীর সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী হারুন আর নেই

কাউখালীর সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী হারুন আর নেই

কাউখালী প্রতিনিধি 🔴
পিরোজপুরের কাউখালী সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী হারুনুর রশীদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহে রাজিউন)। রবিবার সকাল ৮টায় ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। জানাযা শেষে ঢাকার মিরপুর রায়েরবাগ কবর স্থানে দাফন করা হয়।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।স্ত্রী, দুই ছেলেও পাচঁ মেয়েসহ তিনি অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
কাজী হারুনুর রশিদ পর পর দুই বার কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন ( ১৯৮৫- ১৯৯০ এবং ১৯৯০- ১৯৯২) ৷
তিনি একজন সমাজসেবক ও শিক্ষানুরাগী হিসেবে কাউখালীতে উপজেলা সদরে একটি প্রাথমিক বিদ্যালয় সহ অনেক শিক্ষা প্রতিষ্ঠান গড়েছেন ৷ তিনি নিজে জমি দিয়ে যে প্রাথমিক বিদ্যালয়টি গড়েছেন স্থানীয়রা সেই বিদ্যালয়ের নামকরণ করেছে তাঁর নামেই ।
এ ছাড়াও তিনি নিজে জমি দান করে প্রতিষ্ঠা করছেন কাউখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও শীর্ষা আছিয়া খাতুন নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ৷ তিনি রঘুনাথপুর ইজিএস শিক্ষা নিকেতন, হোগলা বেতকা মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় সহ উপজলার বহু শিক্ষা প্রতিষ্ঠানে তিনি ব্যক্তিগত অনুদান দিয়ে শিক্ষার উন্নয়নে অবদান রেখেছেন ৷
ছাত্র জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের নির্বাচিত জিএস ছিলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটের আজীবন সদস্য এবং বাংলা একাডেমির সদস্য ৷

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...