ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - আল-আমিন এর শব্দাবলী

আল-আমিন এর শব্দাবলী


আমি ভালোবাসি আমার বাংলাদেশ
মোঃ আল আমীন।

আমি ভালোবাসি আমার বাংলাদেশ,
আমি ভালোবাসি তার সব ধুলোবালি মাটি!
কেননা,
আমার দেহের রক্ত ও ঘাম মিশে আছে এই মাটিতে, আর—
এই মাটির গন্ধ মিশে আছে আমার দেহের সর্বত্র।

আমি ভালোবাসি শরতের শুভ্র সাদা কাশবন!
নরম হাওয়ার তালে তালে নেচে উঠে।
স্বাগত জানায়, এটা ভালোবাসা!
নিঃস্বার্থ ভালোবাসা!!
নিশুতিরাতে আমার মনের মাঝে বাজে সেই সুর,
সেই নাচের ছন্দ, স্বপনে।

একটুই রঙিন, সপ্নরঙে!

আমি ভালোবাসি, ভালোবাসি একটা পাখিকে!
হেমন্তের দুপুরে পাখা মেলে উড়ে যায়।
সাদা পালকের ফাঁকে যখন রোদেরা লুকোচুরি খেলে।
একটু বেশিই উজ্জ্বল, রঙিন-স্বপ্নরঙে!

আমি ভালোবাসি শীত-বিকালের গম্ভীর আকাশটাকে!
ছোট্ট পাখিরা উড়ে যায়, ওরাও বুঝি চায় নিরবতা ভাঙাতে—
নব বসন্তের গানে ভরিয়ে দিতে চায় নিস্তব্ধ পৃথিবীটাকে।
পায়ের নিচের শুষ্ক মাটি, বড্ড ভালোবাসি,
সর্বদা, যেন ওকেই স্বপ্নে দেখেছি।
চিরচেনা মনে হয় তাই!

আমি ভালোবাসি বসন্তের সকালটাকে!
পলাশের পাপড়ির টুকটুকে লাল মধ্যরেখা,
ওই রঙটা আমার বড্ড চেনা, স্বপ্নে দেখা।
কয়েক বিন্দু শিশির,
মিশে আছে গাঢ় লাল রঙটাকে কেন্দ্র করে।
ওরাও আমার মতো—
দু-চারজন পাগল প্রেমিক!!

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...