ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - পিরোজপুরে জেলা পুলিশের উদ্যোগে পুলিশ মেমোরিয়াল ডে পালিত

পিরোজপুরে জেলা পুলিশের উদ্যোগে পুলিশ মেমোরিয়াল ডে পালিত


পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ‘পুলিশ মেমোরিয়াল ডে’ পালিত হয়েছে। ২০১৯-২০ সালে কর্তব্যরত অবস্থায় পিরোজপুর জেলার ১৪ জন পুলিশ সদস্য নিহত হয়। পুলিশ মেমোরিয়াল ডে অনুষ্ঠানে সেই সকল নিহত পুলিশের পরিবারের সদস্যদের সংবর্ধনা জানানো হয় এবং উপহার প্রদান করা হয়।
এ উপলক্ষ্যে সোমবার জেলা পুলিশ লাইন মিলনায়তনে পুলিশ সুপার মোঃ হায়াতুল ইসলাম খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন সরকারি সোহরাওয়াদর্ী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ সৈয়দ আলী আজম, প্রেস ক্লাবের সভাপতি মনিরুজ্জামান নাসিম আলী, সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরী, পুলিশ সুপার ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের আল মামুন সিকদার, পুলিশ সুপার পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন জাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা আজাদ হোসেন । এ সময় নিহত পুলিশ বাহিনীর পরিবারের সদস্যবৃন্দ, বিভিন্ন পর্যায়ের পুলিশের কর্মকর্তাবৃন্দ, গণমাধ্যমের কমর্ীবৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, পুলিশের বর্তমান কর্মকান্ডের জন্য াাজ সাধারণ মানুষের মাঝে পুলিশ বাহিনীর উপর আস্থা সৃষ্টি হয়েছে। পুলিশ সুপার হায়তুল ইসলাম খান বলেন, কোথা কো অঘটন হলে সাধারণ মানুষ যখন ভয়ে পালিয়ে যায়, তখন পুলিশের সদস্যরা সেখানে এগিয়ে আসে। তিনি বলেন, করোনা কালিন সময় সারা দেশে পুলিশ সদস্যরা ভয়-ভীতির উর্ধে থেকে কাজ করে গেছে।
এর আগে সোমবার সকালে পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান এর নেতৃত্বে পুলিশ স্মৃতিস্তম্বে পুষ্পার্ঘ অর্পন করেন জেলা পুলিশের সদস্যরা। এ সময় এবং সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং দায়িত্ব পালনকালে নিহত পুলিশ সদস্যদের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...