ব্রেকিং নিউজ
Home - অন্যান্য - জনস্বাস্থ্য - করোনা সংক্রমণ মোকাবেলায় মঠাবাড়িয়ায় প্রশাসনের ব্যাপক তৎপরতা

করোনা সংক্রমণ মোকাবেলায় মঠাবাড়িয়ায় প্রশাসনের ব্যাপক তৎপরতা


মঠাবাড়িয়া প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় করোনার দ্বিতীয় ধাপের সংক্রমণ মোকাবেলায় বিগত কয়েকদিন ধরে ব্যাপক তৎপরতা চালিয়েছে প্রশাসন। শীত বাড়ার সাথে সাথে বাড়ছে দ্বিতীয় ধাপের সংক্রমণের প্রকোপ। এ উপরিস্থিতিতে উপজেলা প্রশাসন বিগত কয়েকদিন ধরে সরকারের নির্দেশনা মানুষের কাছে পৌছে দিতে কাজ করে যাচ্ছে। জনগণের স্বাস্থ্যবিধি মেনে চলাচল নিশ্চিত করতে উপজেলা নির্বাহী অফিসার জনাব ঊর্মি ভৌমিকের তত্ত্বাবধানে এসি ল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আকাশ কুমার কুন্ডু পৌর শহরের বিভিন্ন স্থানে জনসচেতনতা কর্মসূচি ও নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছেন। অভিযান কালে অসচেতনতাবশত মাস্ক ব্যাবহার না করায় উল্লেখযোগ্য সংখ্যক পথচারীদের ভ্রাম্যমাণ আদলতে জরিমানা এবং মাস্কবিহীন চলাচলরতদের মাঝে মাস্ক বিতরন করেন। এ পর্যন্ত দ্বিতীয় ধাপের সংক্রমণ মোবাবিলায় মোট ৩৬ টি মামলায় প্রায় চার হাজার টাকা জরিমানার পাশাপাশি প্রায় ২০০ জনকে মাস্ক বিতরণ করা হয়েছে।

এ সকল অভিযানে ও গণসচেতনতা কর্মসূচিতে পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধিরা ও জনগণ সার্বিক সহযোগীতা করেন।

আজকের মঠবাড়িয়ার সাথে আলাপকালে ভ্রাম্যমাণ আদলতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আকাশ কুন্ডু জানান, সরকারি নির্দেশনা পালনের জন্য জনগনকে সচেতন করতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। সবাই সরকারি বিধিনিষেধ মান্য করে স্বাস্থ্যবিধি ও কাঁশি শিষ্টাচার মেনে চলুন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...