ব্রেকিং নিউজ
Home - উপকূল - জনি হত্যা মামলায় ১৯ জনকে অব্যাহতি দিয়ে চার্জশিট দাখিল

জনি হত্যা মামলায় ১৯ জনকে অব্যাহতি দিয়ে চার্জশিট দাখিল


মঠবাড়িয়া প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় চাঞ্চলকর জনি হত্যা মামলার ২১ জনকে অভিযুক্ত করে ও ১৯ জন আসামিকে অব্যাহতি দিয়ে চার্জশিট আদালতে দাখিল করেন ডিবি পুলিশ। পিরোজপুর ডিবি পুলিশের কর্মকর্তা ওসি মিজানুর রহমান তদন্ত শেষে গত ১ অক্টোবার উপজেলা জুডিসিয়াল আদালতে দাখিল করেন। বিজ্ঞ আদালত রোববার ২৪ নভেম্বর আমলে নেয়।

মামলায় অব্যাহতি পাওয়া আসামিরা হলেন-উপজেলা আ‘লীগ সভাপতি ও পৌর মেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌস,সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন জমাদ্দার, সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন হাওলাদার, সাবেক যুবলীগ সভাপতি শাকিল আহমেদ নওরোজ, যুবলীগ সহ-সভাপতি বাবু শরীফ, আবুল কালাম মোল্লা, জুনায়েদুর রহমান (জুয়েল মেম্বর) মিজানুর রহমান ওরফে কালা মিজান, বাচ্চু বেপারী হাফিজুর রহমান হায়দার, জাকির, দুলাল জমাদ্দার, এমাদুল হোসেন, আমির খান, বশির আহম্মেদ হাওলাদার, ভুলু, নুরুজ্জামান, মাইনুল আহসান, হানিফ হাওলাদার।

উলেখ্য, গত ২৫ মার্চ ২০১৯ তারিখ সকালে স্বতন্ত্র প্রার্থী রিয়াজ উদ্দিনের সমর্থক জনি তালুকদারকে উপজেলার গুলিশাখালীর কবুতর খালী গ্রামে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে খুন করা হয়। এ ঘটনায় জনির দুঃসর্ম্পকের চাচা স্বপন তালুকদার বাদি হয়ে ৩৬ জনকে আসামি করে মঠবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...