ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - মঠবাড়িয়ার লতীফ ইনস্টিটিউশন প্রধান শিক্ষকের অপসারনের দাবিতে শিক্ষকদের লাগাতার অবস্থান ধর্মঘট

মঠবাড়িয়ার লতীফ ইনস্টিটিউশন প্রধান শিক্ষকের অপসারনের দাবিতে শিক্ষকদের লাগাতার অবস্থান ধর্মঘট


আঞ্চলিক প্রতিনিধি.পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়ার শতবছরের ঐতিহ্যবাহী কে,এম,লতীফ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান এর অপসারনের দাবিতে লাগাতার অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করছেন বিদ্যালয়ের শিক্ষকরা। আজ মঙ্গলবার সকাল ১০টায় বিদ্যালয়ের চত্বরের শহীদ মিনার পাদদেশে অবস্থান ধর্মঘট অনুষ্ঠিত হচ্ছে। এতে সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, স্থানীয় বীর মুক্তিযোদ্ধা,অভিভাবকগণ,প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. খলিলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন, বীর মুক্তি যোদ্ধা মজিবুল হক মজনু, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা শাহ আলম দুলাল, বীর মুক্তিযোদ্ধা শাহাদাৎ হোসেন রাজা, বণীক সমিতিরি সভাপতি শামছুল আলম খোকা, প্রাক্তন শিক্ষক অমল চন্দ্র হালদার, শিক্ষক নুর হোসেন, মো. এনামুল হক প্রমূখ।

সমাবেশে বক্তারা কে.এম লতীফ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমানের অপসারন দাবি করে অভিযোগ করেন, প্রধান শিক্ষক বিদ্যালয় যোগদানের পর থেকে স্বেচ্ছাচারিত ভাবে বিদ্যালয় পরিচালনায় অব্যাবস্থাপনা, আর্থিক অনিয়ম করে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ বিনষ্ট করে আসছেন। তিনি খামখেয়ালী ভাবে শিক্ষক কর্মচারীদের স্কুল প্রদেয় ভাতাদি গত ২০ মাস ধরে স্থগিত করে রেখেছেন।

প্রসঙ্গত,এর আগে একই দাবীতে বিক্ষোভ সমাবেশ ও মানবন্ধনসহ বিভিন্ন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ অক্টোবর বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতিসহ ২২ টি অভিযোগ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা সংবাদ সম্মেলন করে অভিযোগ আনেন। তারা বলেন, ২০১৭ সালের ৬ ফেব্রুয়ারী বর্তমান প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমানের যোগদানের পর থেকে তিনি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি খামখেয়ালী ভাবে পরিচালনা করে আসছেন। স্কুল শিক্ষকদের নানা ভাবে হয়রানী ও অসৌজন্যমূলক আচরন করে আসছেন । এতে বিদ্যালয়ের শত বছরের ঐতিহ্যসহ শিক্ষার পরিবেশ বিঘ্নিত হয়ে আসছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...