ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - মঠবাড়িয়ায় অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও নৌকা জব্দ-মঠবাড়িয়া সমাচার

মঠবাড়িয়ায় অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও নৌকা জব্দ-মঠবাড়িয়া সমাচার


সমাচার প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা মৎস্য অধিদপ্তরের অভিযানে উপজেলা চালিতাবুনিয়া স্লুইজ গেট এলাকায় সোমবার রাতে ৪টি বাঁধা জাল, ১টি কারেন্ট জাল ৪টি কাঠামো, ও ১টি নৌকা জব্দ করা হয়। জব্দকৃত জাল ও অন্যান্য উপকরণ স্লুইজ গেটের পাশে আগুনে পুড়িয়ে ফেলা হয় এবং জালের অবকাঠামো স্থানীয় এতিম খানায় জ্বালানি কাঠ হিসেবে দেয়া হয়। জব্দকৃত জাল ও মালামালের মূল্য প্রায় ১ লাখ টাকা। সহকারী কমিশনার (ভূমি) আকাশ কুমার কুন্ডুর নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক। জব্দকৃত নৌকাটি নিলামে উঠানোর জন্য উপজেলা মৎস্য কর্মকর্তার দায়িত্বে দেয়া হয়। মৎস্য কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক জানান এ অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য, স্থানীয় কিছু অসাধু জেলে দীর্ঘ দিন ধরে তাদের সুবিধামত স্লুইজ গেটটি ব্যবহার করে অবৈধ জাল দিয়ে মাছ ধরে আসছে। তাদের সুবিধামত স্লুইজ গেটের কপাট খোলা ও বন্ধ করায় ফসলের ক্ষেতের পানি নিষ্কাশন এবং প্রবেশে বিঘ্ন সৃষ্টি হওয়ায় ৫/৬ গ্রামের কৃষকরা দুর্ভোগ পোহাচ্ছে। পানি নিষ্কাশন না হওয়ায় এ বছর বাদুরা, মিরুখালী, নাগ্রাভাঙ্গা ও হারজী নলবুনিয়া গ্রামে কয়েক হাজার একর জমির আমন ফসল নষ্ট হয়ে গেছে।

Leave a Reply

x

Check Also

পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক আলমগীর হোসেন আটক

পিরোজপুর প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় নেতা ও পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেনকে আটক করেছে ...