ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রধান শিক্ষকের অপসারনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রধান শিক্ষকের অপসারনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত


মঠবাড়িয়া প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়ার কে,এম, লতীফ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান এর অপসারনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল ১০টায় মঠবাড়িয়া শহিদ মিনার সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকগণ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মজিবুল হক খান মজনু, বীর মুক্তিযোদ্ধা ফারুক-উজ্জামান, বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম জালাল, সহকারী প্রধান শিক্ষক খলিলুর রহমান, বনিক সমিতির সভাপতি সামছুল আলম ও সাংবাদিক আবদুস সালাম আজাদী প্রমূখ।
সমাবেশে বক্তারা, স্থানীয় কে.এম লতীফ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে বিদ্যালয় পরিচালনায় অব্যাবস্থাপনা, আর্থিক অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও শিক্ষক কর্মচারীদের স্কুল প্রদেয় ভাতাদি গত ২০ মাস ধরে স্থগিত রাখার অভিযোগ তুলে তার অপসারনের দাবি করেন।
শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

উল্লেখ্য, গত ২৪ অক্টোবর বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতিসহ ২২ টি অভিযোগ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা সংবাদ সম্মেলন করেন। অভিযোগে বলা হয় বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক অবসরে গেলে ২০১৭ সালের ৬ ফেব্রুয়ারী বর্তমান প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান যোগদান করেন। যোগদানের পর থেকে তিনি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি খামখেয়ালী ভাবে পরিচালনা করে আসছেন। স্কুল শিক্ষকদের নানা ভাবে হয়রানী ও অসৌজন্য মূলক আচরন করে আসছেন । এতে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ বিঘ্নিত হয়ে আসছে।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...