ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - পাথরঘাটায় ৯ হাত লম্বা অজগর সাপ উদ্ধার

পাথরঘাটায় ৯ হাত লম্বা অজগর সাপ উদ্ধার

পাথরঘাটা (বরগুনা)প্রতিনিধিঃঃ বরগুনার পাথরঘাটায় পুকুরের জালে আটকা পড়া ৯ হাত লম্বা অজগর সাপ উদ্ধার করেছে বন্য প্রানী ও সম্পদ সুরক্ষায় নিয়োজিত ভিলেজ টাইগার রেসপন্স টিম (ভিটিআরটি) স্বেচ্ছাসেবক জাকির মুন্সি। পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের রুহিতা-হাজিরখাল এলাকা থেকে রবিবার সকালে স্থানীয় অধিবাসী মো. কালু মিয়ার বাড়ি থেকে সাপটি উদ্ধার করা হয়। পুকুরে একটি ইলিশ মাছ ধরার একটি পুরান সাইনজাল রাখা ছিল তাতে আটকে পরে সাপটি।
স্থানীয় টাইগার রেসপন্স টিমের স্বেচ্ছা সেবক মো. জাকির মুন্সি, জানান খবর পেয়ে অজগর সাপটি উদ্ধার করে বন বিভাগকে খবর দেয়া হয় এবং নিকটবতর্ী বিহঙ্গদ্বীপে অবমুক্ত করা হয়। এসময় বন বিভাগের বিট অফিসার মো. সাইদুল হক উপস্থিত ছিলেন। বিট অফিসার জানান অজগর সাপটি লম্বায় প্রায় ৯ হাত এবং ওজন ২০ কেজি হবে। স্বেচ্ছা সেবক মো. জাকির মুন্সি কালেরকন্ঠকে জানান, রুহিতা,হাজিরখাল ও টেংড়া বনাঞ্চলে প্রায়ই অজগর সাপ পাওয়া যাচ্ছে। স্থানীয় মানুষ ভীতসন্ত্রস্ত হয়েও মেরে ফেলছে মাঝে মধ্যে। গত মাসে এরকম ৯টি সাপ ধরা পরে। বন বিভাগ এধরনের সাপকে বন্যপ্রানী বিবেচনায় অন্যকোন বনে নিরাপত্তার জন্য অবমুক্ত কওে থাকে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...