ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - শারদীয় করোনাকালে মহতী উদ্যোগ

শারদীয় করোনাকালে মহতী উদ্যোগ


মঠবাড়িয়া প্রতিনিধিঃ
করোনায় থমকে থাকা সংকটকালে শারদীয় উৎসব এলো। করোনা আমাদের বৈশ্বিক এক মহামারি। মহামারি করোনা আমাদের জীবন ও অর্থনীতিকে চরম সংকটে ফেলে দিয়েছে। মানুষের জীবনে বেঁচে থাকার সংকট। আমাদের লকডাউন উঠে যাওয়ার পর আমারা করোনা মোকাবেলায়ও এখন চরম উদাসীন। আমাদের দেশে করোনা কিছুটা প্রশমিত হলেও এ মহামারির দ্বীতিয় ঢেউ আসার সম্ভাবনাকেও উড়িয়ে দেওয়া যায়না।
সরকার ও সচেতন মহল আমাদের সে সতর্ক বার্তা দিচ্ছেন। তবু আমরা সামাজিক দূরত্ব কিংবা স্বাস্থ্যবিধি মানতে এখন একেবারেই উদাসীন। মাস্ক ব্যবহার ছেড়ে দিয়েছে অন্তত ৯০ ভাগ মানুষ।
এমন অবস্থায় দেশজুড়ে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গাপূজার প্রস্তুতি প্রায় শেষ । মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীদের ভীড় লেগে যাবে।
করোনা সংক্রমণের শুরুতে মানুষ সচেতনভাবে মাস্ক ব্যবহার করেছেন। এখন তেমনটা করছেন না। করোনা শুরুর দিকে অনেক প্রতিষ্ঠান ও সামাজিক উদ্যোক্তারা দরিদ্র মানুষদের মাস্ক বিতরণ করেছেন। এখন তেমন একটা করছেন না। যে কোন সংকটময় সময়ে মানুষই মানুষের পাশে দাঁড়ান।
শারদীয় উৎসবে শুভেচ্ছা পোস্টার ব্যানার আর নানা সাজ সজ্জার খরচ কমিয়ে দিন। ওই টাকায় বরং দরিদ্র মানুষকে মাস্ক বিতরণ করা হবে মহতী কাজ।
২.
আমার আপন জনপদ মঠবাড়িয়ার চিত্রশিল্পী চঞ্চল কর্মকার এবার পূজার শুভেচ্ছা পোস্টার ব্যানার করেননি। তিনি রাজনীতিক বলেই প্রতিবছর শারদীয় শুভেচ্ছার পোস্টার ব্যানার করেন। এবার তিনি তা না করে পূজায় তিনি ওই টাকায় ব্যাক্তিগত উদ্যোগে মাস্ক কিনে জনসাধারণের মাঝে বিতরণ করছেন। এসব মাস্ক মঠবাড়িয়ার প্রতিটা পূজা মণ্ডপে দরর্শনার্থীদের মাঝেও বিতরণ করবেন। এ করোনা সংকটকালে এটি মহতী কাজ বলে মনে করি।
করোনাকালে শিল্পী চঞ্চল কর্মকারের মাস্ক বিতরণের উদ্যোগের জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।
আসুন আমরা সকলে সচেতন হই। মাস্ক পড়ি,নিজে বাঁচি, অন্যকে বাঁচাই।
আমরা সরকারি স্বাস্থ্য বিধি মেনে আনন্দ আয়োজন করি।
কেননা আমরা বেঁচে থাকলে আবার মুখোশমুক্ত উৎসব করতে পারবো ,আবার প্রাণের টানে মিলতে পারবো।

Leave a Reply

x

Check Also

পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক আলমগীর হোসেন আটক

পিরোজপুর প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় নেতা ও পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেনকে আটক করেছে ...