ব্রেকিং নিউজ
Home - উপকূল - পিরোজপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ৬ জেলেকে জরিমানা

পিরোজপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ৬ জেলেকে জরিমানা


পিরোজপুর প্রতিনিধিঃঃ পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ মাছ ধরার অপরাধে ৬ জেলেকে ৩০ হাজার টাকা করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল বুধবার সকালে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের ওই জরিমানা করা হয়। নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোশারেফ হোসেন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। জরিমানা প্রাপ্তরা হল- উপজেলার ব্যাসকাঠি গ্রামের রতন দাস ও অপুর্ব হালদার এবং কামারকাঠি গ্রামের রুহুল আমিন, নাসির শেখ, মো. শিপন ও সিদ্দিক মিয়া।
মঙ্গলবার দিবাগত রাতে উপজেলা মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ এর নেতৃত্বে উপজেলার সন্ধ্যা নদীতে অভিযান চালিয়ে ৬ জেলেকে গ্রেফতার করা হয়। অভিযানে জেলেদের কাছ থেকে ২২টি ইলিশ মাছ, ৮ হাজার মিটার কারেন্ট জাল এবং ব্যবহৃত তিনটি ইঞ্জিন চালিত নৌকা আটক করা হয়।
পরে বুধবার সকালে গ্রেফতারকৃতদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...