ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - পিরোজপুরে সাকিল হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

পিরোজপুরে সাকিল হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন


পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরে ভান্ডারিয়ার যুবক সাকিল হত্যা মামলায় ৪ জনকে যাবজ্জীবন কারদন্ড এবং ২ জনকে ৫ বছর করে কারাদন্ডের আদেশ দিয়েছে জেলা জজ আদালত। মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ মোহা. মহিদুজ্জামান এ আদেশ দেন। এ সময় আদালত প্রত্যেক আসামীকে ১০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন বলে জানান সরকারী কৌসুলী খান মোহাম্মদ আলাউদ্দিন।
নিহত সাকিল (২০) জেলার ভান্ডারিয়া উপজেলার ভান্ডারিয়া সদর গ্রামের নুরুল ইসলামের পুত্র।
যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামীরা হলো, জেলার ভান্ডারিয়া উপজেলার ভান্ডারিয়া সদর গ্রামের সোহেল রানা, মিলন ঘরামী, মাসুম বিল্লাহ ও আল-আমিন। আর ৫ বছরের সাজাপ্রাপ্তরা হলো, হিরু ও লিটন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী খান মোহাম্মদ আলাউদ্দিন জানান, ২০১৪ সালের ৯ মার্চ রাতে আসামী সোহেল রানা, মিলন ঘরামী, মাসুম বিল্লাহ ও আল-আমিন নিহত সাকিলকে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এ সময় আসামীরা সাকিলের মোটর সাইকেল ছিনতাইয়ের জন্য সাকিলকে ভান্ডারিয়া উপজেলার শিংখালী গ্রামের একটি ধান ক্ষেতে নিয়ে যায়। রাতে সেখানে আসামীরা মোটরসাইকেলের ক্লাসের তার দিয়ে সাকিলের গলায় পিছন থেকে পেচিয়ে ধরে শ্বাস রুদ্ধ করে হত্যা করে লাশ ধান ক্ষেতে ফেলে পালিয়ে যায়।
এ ঘটনায় পরে লাশ উদ্ধার হলে সাকিলের মা আলেয়া বেগম বাদী হয়ে ২০১৪ সালের ১০ মার্চ ভান্ডারিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলার ২২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহনের পরে আদালত মঙ্গলবার এ আদেশ দেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...