ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - মঠবাড়িয়ায় আত্মসমর্পণকারী মাদক ব্যবসায়ীকে পুনর্বাসনের জন্য অর্থ সহায়তা

মঠবাড়িয়ায় আত্মসমর্পণকারী মাদক ব্যবসায়ীকে পুনর্বাসনের জন্য অর্থ সহায়তা


পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় আত্মসমর্পণকারী মাদক ব্যবসায়ী ইউসুব হাওলাদার (৪৪) কে পুনর্বাসনের জন্য নগদ অর্থ সহায়তা দেয়া হয়েছে। শনিবার দুপুরে উপজেলার দক্ষিন সোনাখালী গ্রামে আত্মসমর্পণকারী মাদক ব্যবসায়ী বাড়িতে গিয়ে পিরোজপুর জেলা পুলিশ সুপার হায়াতুল ইসলাম খানের পক্ষ থেকে এ নগদ অর্থ সহায়তা তুলে দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) পিরোজপুর মোল্লা আজদ।
এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) হাসান মোস্তফা স্বপন, মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আ,জ, মো. মাসুদুজ্জামান, সাবেক ইউপি চেয়ারম্যান সুলতান হাওলাদার,উপ-পুলিশ পরিদর্শক মানিক, শহিদুল ইসলাম।
আত্মসমর্পণকারী মাদক ব্যবসায়ী বলেন, অন্ধকারের পথ থেকে আলোর পথে ফিরে এসেছি। করোনাভাইরাস আতঙ্কে আমরা কর্মহীন, ঘরে খাবার নেই। এ সময় এ পুনর্বাসনের জন্য নগদ অর্থ পেয়ে আমরা উপকৃত হলাম।
মঠবাড়িয়া থানার আ জ মো. মাসুদুজ্জামান বলেন, পুনর্বাসনের জন্য আত্মসমর্পণকারী মাদক ব্যবসায়ীকে হাসঁ পালনের জন্য এ নগদ অর্থ প্রদান করা হয়। এ আত্মসমর্পণকারী পুলিশের কাছে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছে।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...