ব্রেকিং নিউজ
Home - অন্যান্য - ধর্ম ও জীবন - কুকুর নয়, এই সময়ে এদেশে অমানুষ নিধন জরুরী

কুকুর নয়, এই সময়ে এদেশে অমানুষ নিধন জরুরী


আহাদ আহসানঃ জেনে বুঝে বিনা কারনে অন্য প্রানীর উপর আক্রমণের হুকুম কোনো ধর্মই দেয়নি। মানুষের আশেপাশে যেসব প্রানী থাকে তার মধ্যে কুকুর সবচেয়ে প্রভু ভক্ত প্রানী। কুকুর সবসময় সাহসী, উপকারী বুদ্ধিমান প্রানী। দু’একটি বেওয়ারিশ কুকুর মানুষের ক্ষতি করলেও, এ দেশে এই সময়ে সবচেয়ে বেশি ক্ষতি করছে ধর্ষক, দুর্নীতিবাজ, মাদকের গটফাদাররা। ঘুষখোরদের জন্য লক্ষ লক্ষ ঘুবকরা রাস্তায় রাস্তায় ঘুরছে, সুদখোরদের জন্য লক্ষ লক্ষ পরিবার সব কিছু হারিয়ে পথে নেমেছে। মাদক সম্রাজ্যের নীল নকশাকারীদের জন্য লক্ষ যুবক ধ্বংস প্রায়। এই জনপদের সকলের উচিত তাদের ঠেকানো। বিল্ডিং তৈরিতে অনিয়মের কারণে ভেঙে পড়ছে রানা প্লাজার মতো হাজারো ভবন, অনেক স্বপ্ন ভেঙে হচ্ছে চুরমার। অনিয়ন্ত্রিত গাড়িতে এক্সিডেন্ট হয়ে রাস্তায় পিষে যাচ্ছে একটি পরিবারের প্রধান উপার্জক। হাসপাতালে সেবার নাম করে গরীবের রক্তের টাকায় সাহেদরা গড়ে তুলছে টাকার পাহাড়। দেশে ধর্ষিত হচ্ছে তনু, আগুনে পুড়ে মরে গেছে নুসরাতরা। ক্ষমতার অপব্যবহারে একজনের জমি দখল করছে অন্য জন। অন্যায় ভেঙে দেয়ার জন্য মরে যাচ্ছে মেজর সিনহারা। অথচ আপনারা পড়ে আছেন কুকুর নিধন নিয়ে। অনেকে এর পক্ষে কথা বলছেন কিন্তু কোনো যুক্তি দিতে পারছেন না৷ কেউ বলছেন কুকুরের পরিমাণ বেশি। একটা প্রানীকে ধ্বংস করতে কিন্তু এই কারন গুলো কখনোই যথেষ্ট নয়। অমানুষ গুলো এই সময়ে যতটা ক্ষতি করছে ও তাদের সংখ্যা বাড়ছে তাতে এই মুহূর্তে কুকুর নয়, অমানুষ নিধন করা জরুরি এবং আমাদের এইসব অমানুষদের বিরুদ্ধে সোচ্চার হওয়া উচিত।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...