ব্রেকিং নিউজ
Home - উপকূল - ৩৩ তম বিসিএস(স্বাস্থ্য) ক্যাডার এসোসিয়েশন এর নির্বাচনে “জয়বাংলা একাত্তর” প্যানেলে ডা. ফেরদৌস ইসলাম যুগ্ম-সাধারণ সম্পাদক পদপ্রার্থী

৩৩ তম বিসিএস(স্বাস্থ্য) ক্যাডার এসোসিয়েশন এর নির্বাচনে “জয়বাংলা একাত্তর” প্যানেলে ডা. ফেরদৌস ইসলাম যুগ্ম-সাধারণ সম্পাদক পদপ্রার্থী


মঠবাড়িয়া প্রতিনিধিঃ আজ অনুষ্ঠিতহবে ৩৩ তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার এসোশিয়েশন এর নির্বাচন। উক্ত নির্বাচনে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্্মকর্্তা ডা. ফেরদৌস ইসলাম। মূল্যবান ভোট প্রদানের মাধ্যমে তাকে জয়ী করার জন্য এই ভোটের সম্মানিত ভোটারদের প্রতি আমরা আহবান জানাই।

# আগামীকালের ৩৩ তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার এসোশিয়েশন এর ভোট প্রদানের সংক্ষিপ্ত দিক নির্দেশনা –

১. সকাল ৮ টা থেকে বিকেল ৪ টার মাঝে আমাদের ওয়েবসাইটে () লগইন করুন।
২. নির্বাচন -২০২০ এ প্রদত্ত ভোটের লিংক এ ক্লিক করুন
৩. যে পেইজে প্রবেশ করবে তার ছবি নিচে দেয়া হলো। প্রথমে পিডিএস কোড আর মোবাইল নাম্বার দিয়ে “সাবমিট” বাটন চাপবেন। একটি “OTP” সয়ংক্রিয় ভাবে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে চলে যাবে। সেটি ডান পাশে “OTP” র ঘরে প্রদান করে আবার “সাবমিট” চাপুন।
* ভূল পিডিএস বা মোবাইল নাম্বার দিলে “OTP” পাওয়া যাবে না
* OTP না গেলে/যেতে দেরী হলে “RESEND OTP” চাপুন
৪. সঠিক OTP সাবমিট করলে আপনি ব্যালট পেজে প্রবেশ করবেন। সেখানে ২ টি অপশন থাকবে 1) জয় বাংলা একাত্তর 2) Resetting
৫. যেহেতু এই নির্বাচন এ ১ টি মাত্র প্যানেল (জয় বাংলা একাত্তর) জমা পড়েছে, তাই “জয় বাংলা একাত্তর ” ক্লিক করলে এই প্যানেলের সকল সদস্য আপনার ভোট পাবেন
৬. আর একে একে ভোট দিতে চাইলে “RESETTING” চেপে সেখান থেকে সিলেক্ট করে নিন
৭. সর্বশেষে “i consciously agree” বক্সে ক্লিক করু ও আপনার ভোট “সাবমিট” করুন
৮. “ভোট প্রদান করুন ” সবুজ এই বাটনে ক্লিক করলে অটোমেটিক্যালি আপনার কাছে ইতোমধ্যে প্রদত্ত OTP টি আবার (২য় বারের মতো) প্রদান করে ভোট দান শেষ করতে হবে।।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...