ব্রেকিং নিউজ
Home - জাতীয় - ৩৩ তম বিসিএস স্বাস্থ্য ক্যাডার এর নেতৃত্বে ডাঃ শাহীদ- ডাঃ রাতুল

৩৩ তম বিসিএস স্বাস্থ্য ক্যাডার এর নেতৃত্বে ডাঃ শাহীদ- ডাঃ রাতুল


আজকের মঠবাড়িয়া ডেস্কঃ ৩৩তম বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হয়েছেন ডা. সৈয়দ মুহাম্মদ শাহীদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডা. মাহফুজ আলম খান রাতুল।
বুধবার (২ সেপ্টেম্বর) ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়। ‘জয়বাংলা একাত্তর’ প্যানেলের পক্ষে সভাপতি পদে ডা. সৈয়দ মুহাম্মদ শাহীদ এবং সাধারণ সম্পাদক পদে ডা. মাহফুজ আলম খান রাতুল মনোনয়ন সংগ্রহ করেন। এই দুই পদে অন্য কোনও প্রার্থী না থাকায় এই দুই পদে তাদের দুজনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন নির্বাচন কমিশন।আগামী ৭ সেপ্টেম্বর ২০১ সদস্য বিশিষ্ট কমিটির বাকি পদগুলোর জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী ডাঃ আসিফ মাহমুদ বলেন,বাংলাদেশের ইতিহাসের বৃহত্তম বিসিএস ক্যাডার ব্যাচ ৩৩ তম ব্যাচ। প্রায় সাড়ে ছয় হাজার ক্যাডারের এসোসিয়েশন এর জন্য একটি দক্ষ ও গতিশীল কমিটি গড়ে তুলতে এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল স্বাস্থ্যব্যবস্থাকে বাস্তবায়ন করতে জয়বাংলা একাত্তর প্যানেল প্রতিজ্ঞাবদ্ধ।
এ বিষয়ে যুগ্মসাধারণ সম্পাদক পদপ্রার্থী ডাঃ মোঃ ফেরদৌস ইসলাম বলেন,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২০১৪ সালে ৩৩তম বিসিএস এর মাধ্যমে ৬ হাজারের বেশি চিকিৎসক নিয়োগ দিয়েছিলেন। এর মাধ্যমেই স্বাস্থ্য ব্যবস্থা আজ তৃনমূল পর্যায়ে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌছেঁ গেছে।দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি জনগণের আস্থা বাড়াতে এই প্যানেলের প্রতিটি সদস্য ঐক্যবদ্ধ ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...