ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - মঠবাড়িয়ায় স্কুলের জমি জবর দখলের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

মঠবাড়িয়ায় স্কুলের জমি জবর দখলের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

মিরুখালী সংবাদদাতা : মঠবাড়িয়ার মিরুখালী স্কুল এ- কলেজের জমি স্থানীয় সৌদিপ্রবাসী প্রভাবশালী কর্তৃক জবর দখল করে নেওয়ার প্রতিবাদ ও শিক্ষা প্রতিষ্ঠানের জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
আজ সোমবার ভূক্তভোগী মিরুখালী স্কুল এণ্ড কলেজের শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানের সম্মূখ সড়ক অবরোধ করে ঘন্টাব্যাপী মানববন্ধন করে স্কুলের জমি বেখলের প্রতিবাদ জানায়। এসময় বিক্ষুব্দ শিক্ষার্থীরা জবর দখলকৃত জমি উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে।
শেষে মিরুখালী স্কুল এ- কলেজের অধ্যক্ষ মো. আলমগীর হোসেন খানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, সমাজসেবক মো. ইলিয়াস মিয়া, আ.লীগ নেতা মো. আতিকুর রহমান, শিক্ষক মো. পারভেজ তালুকদার ও শিক্ষার্থী আরাবী খান প্রমূখ।
সমাবেশে অভিযোগ করা হয় স্কুলের দক্ষিণ পাশের পাঁচ শতাংশ জমি স্থানীয় প্রভাবশালী সৌদি প্রবাসী মো. আব্দুল জলিল গত এক মাস পূর্বে জবর দখল করে নেয়। স্কুল কর্তৃপক্ষ কয়েক দফা অনুরোধ করলেও অভিযুক্ত দখলদার স্কুলের জমি ছেড়ে দিচ্ছেনা।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...