ব্রেকিং নিউজ
Home - উপকূল - পিরোজপুর সদর উপজেলা পর্যায়ে নারী ও শিশু নির্যাতন এবং বাল্যবিবাহ প্রতিরোধে প্লাটফরম গঠন

পিরোজপুর সদর উপজেলা পর্যায়ে নারী ও শিশু নির্যাতন এবং বাল্যবিবাহ প্রতিরোধে প্লাটফরম গঠন


পিরোজপুর প্রতিনিধি ঃঃ ”নারী ও শিশু নির্যাতন এবং বাল্যবিবাহের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলুন” এই শ্লোগানকে সামনে রেখে পিরোজপুর সদর উপজেলা পর্যায়ে নারী ও শিশু নির্যাতন এবং বাল্যবিবাহ প্রতিরোধে প্লাটফরম গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে রূপান্তর সংস্থার আয়োজনে শহরের প্রাক্তন বিশ্ববিদ্যালয় শিক্ষাথর্ী সংসদ এর সভা কক্ষে ইউএসএইড এবং ইউকেএইড-এর আর্থিক সহায়তায় কাউন্টারপার্ট ইন্টারন্যাশনাল বাস্তবায়নাধীন প্রোমোটিং এ্যাডভোকেসি এন্ড রাইটস (পার) কর্মসূচির আওতায় এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সদরউপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান নাসিমা আক্তার এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নিবার্হী অফিসার বশির আহমেদ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- নারী ও শিশু নির্যাতন এবং বাল্যবিবাহ প্রতিরোধে গঠিত প্লাটফরমের সাথে উপজেলা প্রশাসন এক সাথে কাজ করবে, সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় আমরা এই সামাজিক ব্যাধি রোধ করতে পারবো বলে আমি আশাবাদি। সভায় বক্তব্য রাখেন এ্যাডভোকেট বাহাদুর হোসেন, মইনুল আহসান মুন্না নিবার্হী পরিচালক আরবিএফ,সাংবাদিক ও সাধারণ সম্পাদক উদীচী শিল্পী গোষ্টী খালিদ আবু, ইউপি সদস্য রিপা বেগম, উপজেলা যুব উন্নয়ণ কর্মকতার্ মোঃ রফিকুল ইসলাম সরদার এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস একাডেমিক সুপার-ভাইজার- মো: আমির হোসেন। সভায় সকলেই নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে আইনের সঠিক ব্যবহার নিশ্চিত করার জন্য সরকারের কাছে অনুরোধ করেন এবং সরকারকে সহযোগিতা করার জন্য সকলকে আহ্বান জানান। পরে উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান নাসিমা আক্তারকে- আহবায়ক করে একুশ সদস্য বিশিষ্ট উপজেলা প্লাটফরম গঠন করা হয়। সভায় নারীনেত্রী, ইউপি সদস্য, নিবার্চিত জনপ্রতিনিধি,সাংবাদিক,শিক্ষক, সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি, স্থানীয় সুশিল সমাজের প্রতিনিধিদ্বয় উপস্থিত ছিলেন। সভায় সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন মো: শফিকুল আজম-প্রকল্প কর্মকর্্তা, রূপান্তর, পিরোজপুর জেলা।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...