ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - জেলায় করোনা আক্রান্ত ৬০০ ছাড়ালো পিরোজপুরে সাংবাদিক-ডাক্তারসহ নতুন করে আক্রান্ত ৫৮

জেলায় করোনা আক্রান্ত ৬০০ ছাড়ালো পিরোজপুরে সাংবাদিক-ডাক্তারসহ নতুন করে আক্রান্ত ৫৮


পিরোজপুর প্রতনিধিঃ পিরোজপুরে সাংবাদকি, ডাক্তারসহ নতুন করে ৫৮ জন করোনা আক্রান্ত হয়ছেনে। এ নিয়ে জলোয় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৬০৬ জন। বৃহস্পতবিার রাতে নতুন আক্রান্তদরে রিপোর্ট পাওয়া গেছে বলে জানান পিরোজপুর উপজলো স্বাস্থ্য ও পরিবার পরকিল্পনা র্কমর্কতা ডা. শিশির রঞ্জন অধকিারী।
তিনি জানান, জেলার নতুন আক্রান্ত ৫৮ জনরে মধ্যে সদর উপজলো ও সদর হাসপাতালরে ১৮ জন, ইন্দুরকানী উপজলোয় ৩ জন, কাউখালী উপজলোয় ৭ জন, ভান্ডারিয়া উপজলোয় ৩ জন,
মঠবাড়িয়া উপজলোয় ২০ জন এবং নাজরিপুর উপজলোয় ৪ জন এবং নছোরাবাদ উপজলোয় ৩ জন রয়েছে।
পিরোজপুরে নতুন আক্রান্তদরে মধ্যে বাংলাদশে সংবাদ সংস্থা (বাসস) এর জলো সংবাদদাতা গৌতম নারায়ণ চৌধুরী, ডা. নানী গোপাল রায় ও তার স্ত্রী রয়ছেনে। তারা হোমকোয়ারন্টোইনে আছেন।
পিরোজপুর সিভিলি র্সাজন অফসি সূত্রে জানা গেছে, জেলায় এ র্পযন্ত মোট ৩ হাজার
৩৮৩টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বরিশাল পিসিআর ল্যাব ও ঢাকায় প্রেরণ করা
হয়েছে। এর মধ্যে কোভডি-১৯ পজেটিভের সংখ্যা ৬০৬টি এবং নেগেটেভি ২২৫১টি।
মোট পেন্ডিং রিপোর্্টের সংখ্যা ৪৯৮ টি। করোনা পজেটিভ থেকে সুস্থ হওয়ার সংখ্যা ২৯১ জন। জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গছেনে ৯ জন।
পিরোজপুর জেলায় করোনাভাইরাসে উপজলো ভিক্তিতে আক্রান্তরে সংখ্যা-পিরোজপুর সদর উপজলোয় (সদর হাসপাতাল সহ) ১৫০ জন, ভান্ডারিয়া উপজলোয় ৮৫ জন, মঠবাড়িয়া উপজলোয় ১৯০ জন, কাউখালী উপজলোয় ৫৩ জন, নছোরাবাদ (স্বরূপকাঠী) উপজলোয় ৬৪ জন, ইন্দুরকানী উপজলোয় ২৫ জন এবং নাজরিপুর উপজলোয় ৩৯ জন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...