ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - অগ্নিসেনা মারুফের করোনা জয়

অগ্নিসেনা মারুফের করোনা জয়

মঠবাড়িয়া প্রতিনিধি পিরোজপুরের মঠবাড়িয়ার বড়মাছুয়া গ্রামের ফায়ার সার্ভিস কর্মী মো. মারুফ হোসেন হাওলাদার করোনা সংক্রমণের শুরু থেকে কর্মস্থলে নিবেদিত হয়ে কাজ করেছেন। সে বরগুনার পাথরঘাটার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে ফায়ারম্যান পদে কর্মরত রয়েছেন। সেখানে তিনি করোনা সংক্রমণের শিকার হয়ে নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসাসেবা নেন। আজ ২৩ জুলাই তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন। তিনি আজ সম্পূর্ণ সুস্থতার ছাড়পত্র পান।
তার চিকিৎসাসেবায় দায়িত্বপালনকারি মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফেরদৌস প্রিন্স বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানাগেছে, উপজেলারে বড়মাছুয়া গ্রামের মো. আলিম হাওলাদার এর ছেলে মো. মারুফ হোসেন পাথরঘাটার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে ফায়ারম্যান পদে কর্মরত থাকা অবস্থায় করোনা সংক্রমণের শিকার হন।

গত ৩০ জুন তার করোনা নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ আসে। গত ৫ জুলাই রাতে তার ফলাফল আসে। পরে কর্মস্থল থেকে নিজ বাড়িতে চলে এসে আইসোলেশনে নিজ বাড়িতে থাকেন। মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফেরদৌস প্রিন্স এর তত্বাবধানে চিকিৎসাসেবা চলে। আইসোলেশন শেষে দ্বিতীয় দফা পরীক্ষায় তার ফলাফল নেগেটিভ আসে। আজ ১৩ জুলাই তিনি সুস্থতার ছাড়পত্র পান।

এ বিষয়ে ফায়ার সার্ভিস কর্মী মো. মারুফ হোসেন হাওলাদার বলেন, আইসোলেশনে থাকা অবস্থায় সব রকমের চিকিৎসাসেবা পরামর্শ দেন ডা. মো: ফেরদৌস ইসলাম স্যার। আমি আল্লাহর কাছে হাজার শুকরিয়া জানাই।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...