ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - মঠবাড়িয়ায় আ.লীগ প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ আহত ২৩

মঠবাড়িয়ায় আ.লীগ প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ আহত ২৩

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ও আ.লীগ প্রার্থীর সমর্থক সাথে সংঘর্ষে ঘটনা ঘটেছে । এতে স্বতস্ত্র পক্ষে ২০ ও আ.লীগ পক্ষে ৩জন কর্মী আহত হয়েছে। ঘটনাাটি ঘটেছে শনিবার দুপুরে উপজেলার হলতা গুলিসাখালী ইউনিয়নের দক্ষিণ কবুতরখালী গ্রামের আকন বাড়ির সম্মূখ সড়কে। আহতদের মধ্যে দুই নারীসহ ১৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্বতন্ত্র চেয়ারম্যান দাবি আ.লীগ প্রার্থীর কর্মী সমর্থকরা পরিকল্পিতভাবে তার প্রচার কাজে নিয়োজিত কর্মী সর্থকদের ওপর হামলা চালিয়েছে। তবে আ.লীগ প্রার্থীর হামলার অভিযোগ অস্বীকার করেছেন।
আহতদের মধ্যে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর ভাই উপজেলার হলতা গ্রামের আবুল বাশার (৬২), জাকিয়া বেগম (৪০), আলেক নূর (২৫), রহমতউল্লাহ (২৭), রুপাল মাতুব্বর (৩৪), মোস্তফা মিয়া (৫৫), মাইনুল ইসলাম (২৫), খলিল খলিফা (৩২), নাসির তালুকদার (৩৫), শাহাদাত হোসেন (৩২), মামুন হাওলাদার (২৮), মহারাজ আকন (২৫), রীহান তালুকদার (২৯), রেজাউল করিম আবু (৫০) ও দুলাল মিস্ত্রীকে (৩৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গুলিসাখালী ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হারুন অর রশিদ হাওলাদার অভিযোগ করেন, তার নারী কর্মীরা আনারস মার্কার নির্বাচনী প্রচারণা চালাচ্ছিল এসময় আ.লীগ প্রার্থীন সমর্থকরা নারী কর্মীদের বাঁধা দিয়ে মারধর করে। এখবর পেয়ে তার পুরুষ কর্মীরা তাদের উদ্ধার করতে গেলে আ.লগি প্রার্থীর সমর্থকরা হা,লা চালায়। এসময় দুইটি মোটরসাইকেল ভাংচুর করে আ.লীগ সমর্থকরা।
তবে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী রিয়াজুল আলম ঝনো হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, আমার কর্মী সমর্থকদের নির্বাচনী প্রচারনায় বাঁধা দিলে দুই পক্ষে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা আমার তিনজন কর্মীকে পিটিয়ে গুরুতর আহত করে। স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের হামলায় তার কর্মী মাইনুল (৩৮), মনির (৩৭), মাছুম (২০) চুন্নু মিয়া (৩৬) তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর ভাই আবুল বাশার বাদী হয়ে ১৫জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...