ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - মঠবাড়িয়ার ১০ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতীক পেলেন যাঁরা

মঠবাড়িয়ার ১০ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতীক পেলেন যাঁরা

মঠবাড়িয়া অনলাইন ডেস্ক ; আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ১০টি ইউনিয়নে আজ বৃহস্পতিবার প্রার্থীরা তাঁদের নির্বাচনী প্রতীক বরাদ্দ পেলেন । ফলে মঠবাড়িয়ার ১০ ইউনিয়ন আজ থেকে নির্বাচনী আমেজে মুখরিত হয়ে উঠেছে।
যাঁরা চেয়ারম্যান পদে প্রতীক বরাদ্দ পেলেন তারা হলেন-
১নং তুষখালী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান শাহজাহান হাওলাদার (আ’লীগ)=নৌকা, ছগির হাওলাদার (বিএনপি) ধানের শীষ, শাহাদাৎ হাওলাদার(স্বতন্ত্র) আনারস, মামুন পঞ্চায়েত (জাপা এরশাদ) লাঙ্গল, খালেক আকন (ইশা আন্দোলন) হাত পাখা, হাসিব আহমেদ(স্বতন্ত্র) মোটর সাইকেল ।
২নং ধানীসাফা ইউনিয়নে মোঃ হারুন তালুকদার (আ’লীগ) নৌকা, এসএম মনিরুজ্জামান (বিএনপি) ধানের শীষ, বর্তমান চেয়ারম্যান মিয়া মোহাম্মদ ফারুক (আ’লীগ বিদ্রোহী) আনারস, রফিকুল ইসলাম রফিক প্রফেসর (স্বতন্ত্র) চশমা ।
৩নং মিরুখালী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবদুস সোবাহান শরীফ (আ’লীগ) নৌকা, কামরুল আহসান খোকন (বিএনপি) ধানের শীষ, মাসুম বিল্লাহ কামাল (জাপা এরশাদ) লাঙ্গল, মুরাদ মিঞা (আ’লীগ বিদ্রোহী) আনারস।
৪নং দাউদখালী ইউনিয়নে মিজানুর রহমান তালুকদার (বিএনপি) ধানের শীষ, ফজলুল হক খান রাহাত(আ’লীগ) নৌকা, চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান শক্কুর তালুকদার সেলিম (বিএনপি বিদ্রোহী) টেবিল ফ্যান, জাহিদুল আলম শামীম (স্বতন্ত্র) আনারস, সেকান্দার আলী খান (স্বতন্ত্র) অটো রিক্সা, হাজী বেলায়েত হোসেন (স্বতন্ত্র) টেলিফোন, মিজানুর রহমান রুবেল (স্বতন্ত্র) ঘোড়া, আবদুল হামিদ মাতবর (স্বতন্ত্র) মোটরসাইকেল, এনামুল হক পিন্টু (স্বতন্ত্র) চশমা।
৬নং টিকিকাটা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ লাবু মৃধা (ইশা আন্দোলন) হাত পাখা, রফিকুল ইসলাম রিপন জমাদ্দার (আ’লীগ) নৌকা, সফিকুল ইসলাম হামীম মৃধা (বিএনপি) ধানের শীষ, হোসাইন মোশারেফ সাকু জমাদ্দার (স্বতন্ত্র) আনারস, মোসলেহ উদ্দিন বাবুল মৃধা(স্বতন্ত্র) চশমা, জহিরুল হক লিটন (স্বতন্ত্র) ঘোড়া, এনামুর রহমান (স্বতন্ত্র) মোটর সাইকেল, ৭নং বেতমোর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান এস এম ফেরদৌস রুম্মান (বিএনপি) ৎ ধানের শীষ, দেলোয়ার হোসেন আকন (আ’লীগ) নৌকা।
৮নং আমড়াগাছিয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান সুলতান মিয়া (আ’লীগ) নৌকা, তোতাম্বর হোসেন তোতা মিয়া (বিএনপি) ধানের শীষ, ইব্রাহীম খলিল ফরাজী (স্বতন্ত্র) পেয়েছেন আনারস, মোশারেফ হোসেন শরীফ (আ’লীগ বিদ্রোহী) পেয়েছেন চশমা, জাহিদ হোসেন (স্বতন্ত্র) পেয়েছেন মোটর সাইকেল, জাহাঙ্গীর হোসেন (স্বতন্ত্র) রজনীগন্ধা।
৯নং সাপলেজা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন সেলিম জমাদ্দার (বিএনপি) ধানের শীষ, মিরাজ মিয়া (আ’লীগ) নৌকা, ইদ্রিস আলী মোল্লা (স্বতন্ত্র) আনারস অ
১০নং হলতা গুলিসাখালী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান হারুন অর রশিদ (আ’লীগ বিদ্রোহী) আনারস, রিয়াজুল আলম ঝনো (আ’লীগ) নৌকা, তারিকুল ইসলাম মধূ (বিএনপি) ধানের শীষ, শাহজাহান হাওলাদার (স্বতন্ত্র) চশমা, বেলায়েত হোসেন (জেপি মঞ্জু) পেয়েছেন বাইসাইকেল ।
১১ নং বড়মাছুয়া ইউনিয়নে নাসির আহমেদ (আ’লীগ) নৌকা ও মীর মনিরুজ্জামান ছগীর (বিএনপি) পেয়েছেন ধানের শীষ ।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...