ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - মঠবাড়িয়ার মাঝেরচরের জেলে পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ

মঠবাড়িয়ার মাঝেরচরের জেলে পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ


মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ার বলেশ্বর নদীর মাঝেরচরে ঘূর্ণিঝড় আম্ফান ও করোনাকালে বিপন্ন জেলে পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। স্থানীয় লণ্ডন প্রবাসি তরুণদের স্বেচ্ছাসেবি সংগঠন ঈমান ইনেশিয়েটিভ এর উদ্যোগে
আজ মঙ্গলবার দুপুরে উপজেলার বলেশ্বর নদীর মধ্যবর্তী মাঝেরচর জেলে পল্লীর ১৭০ পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া দুই জেলে পরিবারে গৃহ নির্মাণ সহায়তা ও ১০ জেলে পরিবারে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মী ভৌমিক উপস্থিত থেকে জেলে পরিবারের
মাঝে খাদ্য,নগদ অর্থ ও গৃহ নির্মাণ সহায়তা বিতরণ করেন।

এসময় সংগঠনের প্রতিষ্ঠাতার মা মুকুল বেগম, সংগঠনের স্থানীয় সমন্বয়কারি সাইক নাজাত, উদীচী শিল্পী গোষ্ঠির সাধারণ সম্পাদক ইসরাত জাহান মমতাজ ও সমাজকর্মী মো. ইমরান উপস্থিত ছিলেন।
উদ্যোক্তা সংগঠনের প্রতিষ্ঠাতা লণ্ডন প্রবাসি মো.সাইফুল আমীন মিঠু জানান, গত দুই বছর ধরে লণ্ডন প্রবাসি মঠবাড়িয়ার তরুণরা মিলে এলাকার দুর্যোগে বিপন্ন মানুষকে সহায়তা দিয়ে আসছে। সংগঠনটি ভবিষ্যতে
মানবিক স্বার্থে দুর্গত মানুষের পাশে দাঁড়াবে।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...