ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - করোনায় সাপ্তাহিক হাট|স্বাস্থ্যঝুঁকি জেনেও মাছুয়া বাজারে বালাই নেই সামাজিক দূরত্বের

করোনায় সাপ্তাহিক হাট|স্বাস্থ্যঝুঁকি জেনেও মাছুয়া বাজারে বালাই নেই সামাজিক দূরত্বের


রবিউল হোসেন আকনঃ পুরো বিশ্ব কাঁপছে করোনার দাপটে। সারাদেশে এক লাখ ৭৮ হাজার ৪৪৩ জন আক্রান্ত এ ভাইরাসে। কিন্তু তবুও দেশে যেন করোনাভাইরাস বলতে কিছুই নেই! হাট-বাজারে মানুষ মানছে না সামাজিক দূরত্ব। কারও মুখে নেই মাস্কও। হোটেল কর্মচারী থেকে শুরু করে সাধারণ ক্রেতা-বিক্রেতারাও ব্যবহার করছেনা কোন প্রকার সুরক্ষা সামগ্রী।— এমন চিত্রই দেখা গেছে বড় মাছুয়ার হাট ঘুরে।

সরেজমিনে শনিবার (১১ জুলাই) মঠবাড়িয়া থানাধীন বড় মাছুয়ার সাপ্তাহিক হাট ঘুরে প্রতিবেদকের চোখে পড়ে মানুষের এমন অসচেতনতার চিত্র৷

দেখা যায়, সাপ্তাহিক হাটে কেনা-কাটা করতে আসা মানুষজনের ভিড়ে যেন তিল ধারণের ঠাঁই নেই। সর্বোচ্চ ঝুঁকির মধ্যেও নিত্যপণ্য কেনার জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে কাঁচাবাজার খোলা রাখা হলেও সেখানে সামাজিক দূরত্ব একদমই মানা হচ্ছে না। বাজারগুলো স্বাভাবিক সময়ের মতোই জমজমাট। কেনাকাটা করা হচ্ছে শরীর ঘেঁষে ভিড় করে। এ সময় সুরক্ষা সরঞ্জাম ব্যবহার করতেও দেখা যাচ্ছে না বেশির ভাগ মানুষকে। বিশেষ করে ক্রেতারা মাস্ক ব্যবহার করলেও হাট-বাজারের বিক্রেতাদের মধ্যে এ প্রবণতা একেবারেই কম।

সামাজিক দূরত্ব না মানা নিয়ে জানতে চাইলে এই প্রতিবেদককে সাইফুল হোসেন নামের এক মাছ ক্রেতা বলেন, ‘সামাজিক দূরত্ব মেনে বাজার করা অসম্ভব এখানে। একে তো সময় স্বল্পতা তার উপর মেঘাচ্ছন্ন আকাশ। তাই যেমন করে হোক তাড়াতাড়ি কেনাকাটা শেষ করে বাড়ি ফেরার তাড়া আর কি।’

মাস্ক ছাড়াই সবজি কিনতে আসা রফিকুল নামে এক ক্রেতা বলেন, ‘করোনা আল্লাহ দিছে। সে ভাল জানে কার হবে আর কার হবেনা। করোনার জন্য তো আর কেউ না খেয়ে থাকবে না।’

নিরাপত্তা তো সবার আগে। আপনার মাস্ক কেন নেই— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মাস্ক পকেটে আছে। বাড়ি থেকে আসার সময়ে পড়েই আসছি৷ এখন কেনাকাটার জন্য দোকানদার এর সাথে কথা বলার সুবিধার্থে মাস্ক পকেটে রেখেছি।’

এসময় সুরক্ষা সামগ্রী ব্যবহার না করে এবং নির্দেশনা না মেনে অস্বাস্থ্যকর ভাবে হোটেলের এক কারিকরকে নাশতা বানাতেও দেখা গেছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...