ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - মেধাবী শিক্ষার্থীদের পাশে ইমান ইনিশিয়েটিভ সংস্থা

মেধাবী শিক্ষার্থীদের পাশে ইমান ইনিশিয়েটিভ সংস্থা

মঠবাড়িয়া প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় তিন মেধাবী শিক্ষার্থীর মাঝে ইমান ইনিশিয়েটিভ সংস্থার উদ্যোগে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। সম্প্রতি এস এস সি পরিক্ষায় জিপিএ -৫ অর্জনকারি কে এম লতিফ ইনস্টিটিউশনের শিক্ষার্থী আশিকুর রহমান,উৎস হালদার বাবু এবং মিরুখালী স্কুল এন্ড কলেজের পান্না বিনতে শবনমকে আজ শনিবার বিকেলে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। ঐতিহ্যবাহী কে এম লতিফ ইনস্টিটিউশন মিলনায়তনে শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিরুখালি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন।

এ সময় ঈমান ইনিশিয়েটিভ এডুকেশনের কো-অরডিনেটর খালিদ মোহাম্মদ সাব্বির, ঈমান ইনিশিয়েটিভের চিফ একাউন্টেন্ট মনিরুজ্জামান জুয়েল, ঈমান ইনিশিয়েটিভের এরিয়া ম্যানেজার সাইক নাজাত সহ শিক্ষার্থীদের অভিবাবকগন উপস্থিত ছিলেন।

ইমান ইনিশিয়েটিভ সংস্থার প্রধান সাইফুল আমিন আজকের মঠবাড়িয়াকে জানান, মাধ্যমিক পরীক্ষায় নম্বর ভাল হলে সুন্দর একটা ক্যারিয়ার গড়ার স্বপ্নটা আরও জোরালো হয়। কিন্তু উচ্চ মাধ্যমিকের পড়ার খরচ স্কুলের থেকে অনেক বেশি। কলেজ ফি, ল্যাবরেটরির খরচ, দুই -তিন লেখকের পাঠ্যপুস্তক কিনে ছেলেমেয়ের পড়ার খরচ টানার সামর্থ্য অনেক পরিবারেরই থাকে না। কিন্তু যোগ্যতা থাকলে ,থেমে যাওয়ার কারণ নেই। এমন অনুভুতি থেকেই সাময়িক অসুবিধা গ্রস্থ মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছি।আমরা এই কার্যক্রম টি সহ সংস্থার সব কার্যক্রমই গোপনীয়তার সাথে করে আসছি তারপরও আপনারা বিষয়গুলি জেনে জান, যদিও এটি আমাদের কে অনুপ্রেরিত করে।আমরা অনলাইনের মাধ্যমে শিক্ষার্থীদের আবেদন পত্র গ্রহন করে গোপনিয়তার সাথে যাচাই বাছাইয়ের মাধ্যমে গরিব অসচ্ছল শিক্ষার্থীদের পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী বিশেষ বিবেচনায় আজ তিন জনকে শিক্ষা বৃত্তি দিয়েছি।

ঈমান ইনিশিয়েটিভ এডুকেশনের কো-অরডিনেটর খালিদ মোহাম্মাদ সাব্বির জানান ইমাম ইনিশিয়েটিভ বিশ্বাস করে আজকে যারা শিক্ষা বৃত্তি পেলো ভবিষ্যতে এরাই দেশের কর্নধার হয়ে গরীব মেধাবি শিক্ষার্থীদের পাশে দাড়াবে।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...