ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - পরিবারই হচ্ছে সন্তানকে আদর্শ শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার উপযুক্ত স্থান – শ ম রেজাউল করিম এমপি

পরিবারই হচ্ছে সন্তানকে আদর্শ শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার উপযুক্ত স্থান – শ ম রেজাউল করিম এমপি


পিরোজপুর প্রতিনিধিঃ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন আমাদের শিশুদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলে দেশপ্রেমে উদ্ভুদ্ধ করতে হলে, নৈতিকতার শিক্ষা দেয়ার কোন বিকল্প নেই। নীতিহীন এবং মূল্যবোধহীন শিক্ষার সার্টিফিকেট শুধু মাত্র চাকুরি দিতে পারে কিন্তু প্রকৃত মানুষ করতে পারে না।
মন্ত্রী আজ শনিবার ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণট্রাষ্ট এর আয়োজনে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের পিরোজপুর জেলার অনলাইন কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে উদ্বোধনী বক্তব্যে একথা বলেন। মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের পিরোজপুর জেলা কার্যালয় এ কর্মশালার আয়োজন করে।
মানবিক মূল্যবোধ ও নৈতিকতা সম্পন্ন জাতি গঠনে মন্দিরভিত্তিক শিক্ষা ও গণশিক্ষা কার্যক্রম শীর্ষক প্রকল্পের ভূমিকা নিয়ে আয়োজিত কর্মশালায় মন্ত্রী আরো বলেন, আমাদের জীবনটা অতি সংক্ষিপ্ত। ইচ্ছে করলেই নির্ধারিত সময়ের বাইরে এক মুহুর্তও থাকার সুযোগ নেই। তাই জীবদ্দশায় আমাদের মানবতার কল্যাণে নিয়োজিত হতে হবে।
নৈতিকতা ও মূল্যবোধের শিক্ষায় আমরা পিছিয়ে রয়েছি। আধুনিকতার নামে সভ্যতা, মানবিকতা ধ্বংস হচ্ছে কিনা তা ভেবে দেখতে হবে।
তিনি বলেন, আমি সবসময় বলে থাকি যে- ‘আসুন আমরা সবাই মিলে সন্তানের জন্য বিনিয়োগ করি । পরিবারই হচ্ছে সন্তানকে আদর্শ শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার উপযুক্ত স্থান। আমরা আমাদের সন্তানদের ধর্মের মূল কথায় উজ্জিবিত করি।’
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরামহীন ও গতিশীল নেতৃত্বে আমরা মহামারী করোনা মোকাবেলা করে যাচ্ছি। এই করোনা কালে দেশের কোটি কোটি মানুষকে বিভিন্ন ধরনের সহায়তা দেয়া হয়েছে প্রধানমন্ত্রীর নির্দেশে। এ দেশে কোন মানুষ অনাহারে থাকবে না এবং সেই ব্যবস্থাই করেছেন প্রধানমন্ত্রী।
পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. নুরুল ইসলাম।
এছাড়া অনলাইনের মাধ্যমে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রনজিৎ কুমার দাস, অতিরিক্ত সচিব মোয়াজ্জেম হোসেন, উপ-সচিব সৌরেন্দ্র নাথ দাস, পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব ঝুমুর বালা, পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদ, পিরোজপুর প্রেসক্লাব সভাপতি মুনিরুজ্জামান নাসিম, সাংবাদিক গৌতম চৌধুরী, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিমল কুমার মন্ডল, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট্রের বরিশালের ট্রাস্টি সুরঞ্জিত দত্ত লিটু, সিনিয়র সাংবাদিক মাহমুদ হোসেন।
মন্ত্রী মন্দিরভিত্তিক শিক্ষার ক্ষেত্রে বিরাজমান কিছু সমস্যা সমাধানে আশ্বাস দিয়ে বলেন, এই কার্যক্রমকে আরো গতিশীল করতে কেন্দ্র শিক্ষকদের যথেষ্ট আন্তরিকতার সাথে শিশুদের মানবিক মূল্যবোধ ও নৈতিকতা শিক্ষা দিতে হবে।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...