ব্রেকিং নিউজ
Home - অপরাধ - বিরোধের সূত্রধরে গাছের সাথে শত্রুতা!

বিরোধের সূত্রধরে গাছের সাথে শত্রুতা!


মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় একটি বাগানে রোপণ করা প্রায় অর্ধ শতাধিক মেহগনি গাছের চারা কেটে বিনষ্ট করেছে প্রতিপক্ষরা। শনিবার সকালে দক্ষিণ কুমিরমারা গ্রামে সৌদি প্রবাসী মহিউদ্দিনের দখলকৃত বাগানের মেহগনি গাছের এ চারা কেটে বিনষ্ট করা হয়। এ ঘটনায় মহিউদ্দিনের মা সাজিদা বেগম শনিবার মঠবাড়িয়া থানায় ৪ জনকে বিবাদী করে একটি জিডি করেছেন।
জিডি সূত্রে জানাগেছে, সাজিদা বেগমের পূর্বের সংসারের বড় ছেলে মহিউদ্দিন দীর্ঘদিন ধরে সৌদি আরবে থাকেন। ছেলের ৩৫ বছরের ভোগ দখলীয় জমি নিয়ে প্রতিবেশী নুরুল আমীন আকনের ছেলে মজিবর আকন গংদের সাথে বিরোধ চলে আসছে। ছেলে বিদেশে থাকায় তার মা সাজিদা বেগম ওই জমি দেখাশুনা করেন। ওই জমিতে লাগানো অর্ধ শতাধিক মেহগনি গাছের চারা শনিবার সকালে মজিবর, ফারুক, আ. আজিজ, মজিবরের জামাতা বামনা উপজেলার বলইবুনিয়া গ্রামের ইলিয়াস জোর পূর্বক কেটে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি করে। এসময় সাজিদা বেগম বাঁধা দিতে গেলে তারা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং জমিতে আসলে তার ও তার পরিবারের সবাইকে জীবনে শেষ করে দেওয়ার হুমকি দেয়। এছাড়া তার স্বামী নুরুল ইসলাম আকন ও ছেলে মাইনুলের ক্ষতিসাধন এবং মিথ্যা মামলা দিয়ে মাইনুলের চাকুরীর ক্ষতির ভয়ভীতি দেখিয়ে আসছে।

এব্যাপারে টিকিকাটা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নুরুল ইসলাম আকন জানান, মহিউদ্দিন আমার ভাইয়ের ছেলে। আমি ন্যায় সংগত তার পক্ষে কথা বললে মজিবর, ফারুক সহ অন্যান্যরা আমাকে ও আমার পরিবারের সকলের ক্ষতি সাধনের হুমকি দিয়ে আসছে। আমরা তাদের হুমকির কারণে নিরাপত্তা হীনতায় ভুগতেছি।

এব্যাপারে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুজ্জামান জানান, জিডির বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...