ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ায় করোনা কালে স্বাস্থ্যবিধি না মানায় ১২ মামলায় ২১হাজার টাকা অর্থদণ্ড

মঠবাড়িয়ায় করোনা কালে স্বাস্থ্যবিধি না মানায় ১২ মামলায় ২১হাজার টাকা অর্থদণ্ড


মঠবাড়িয়া প্রতিনিধি পিরোজপুরের মঠবাড়িয়ায় চলমান করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি না মেনে মাস্ক বিহীন ঘোরা ফেরা বিধি লংঘন করে দোকান খোলা রাখারা দায়ে ২১ হাজার টাকা অর্থদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত। আজ বৃহস্পতিবার বিকেলে মঠবাড়িয়া পৌরশহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা উর্মী ভৌমিক এ দণ্ডাদেশ দেন।
এতে সংক্রামন প্রতিরোধ আইন ২০১৮ এর ২৫(খ) ধারা মোতাবেক দোকানদার, মোটরসাইকেল চালকসহ মোট ১২টি মামলায় ২১ হাজার টাকা অর্থদণ্ডাদেশ দেওয়া হয়।

উল্লেখ্য, এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় মঠবাড়িয়া পৌরশহরের বিভিন্ন পয়েন্টে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মী ভৌমিক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অর্থদণ্ডাদেশ দেন।
এতে নিয়ম না মেনে দোকান খোলা রাখা, মোটরসাইকেল,অটো চালক ও আরোহীদের মাস্ক ব্যবহার না করা, পরিবহন কাউন্টারসহ একজন ইউপি সদসক্যে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি না মানায় ১৯জনকে ২১টি মামলায় ১৯ হাজার ৮০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মী ভোমিক বলেন, দণ্ডিতরা করোনাকালে স্বাস্থ্যবিধি না মানাও মাস্ক ব্যবহারসহ নিয়ম ভেঙ্গে দোকান খোলা রাখায় এ দণ্ডাদেশ দেওয়া হয়েছে। করোনা সংক্রমণ রোধে এ অভিযান অব্যহত থাকবে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...