ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - মঠবাড়িয়ার একটি এলাকা “ রেড জোন” ঘোষনা : জেলায় কোভিড-১৯ উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু

মঠবাড়িয়ার একটি এলাকা “ রেড জোন” ঘোষনা : জেলায় কোভিড-১৯ উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার থানাপাড়া এলাকা ‘রেড জোন’ হিসেবে ঘোষনা করেছে উপজেলা প্রশাসন। আজ রোববার বিকেলে মঠবাড়িয়া পৌরসভার ৯ নং ওয়ার্ডের থানাপাড়া এলাকায় ‘রেড জোন’ হিসেবে ঘোষণা করেন মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মঠবাড়িয়া করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি উর্মি ভৌমিক।
এদিকে আজ কোভিড-১৯ উপসর্গ নিয়ে জেলা হাসপাতালে ও ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ২ জনের মৃত্যু হয়েছে বলে জানান পিরোজপুরের সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জাকি।
পিরোজপুর জেলা হাসপাতালে কোভিড-১৯ উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তি আব্দুল গণি (৬০) ইন্দুরকানী উপজেলার শহর ইন্দুরাকানী গ্রামের আকসের আলী শেখের পুত্র এবং ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তি গৌতম মন্ডল (৫০) ভান্ডারিয়া উপজেলার দক্ষিণ ভান্ডারিয়া গ্রামের সুধির চন্দ্র মন্ডলের পুত্র।
মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উর্মি ভৌমিক জানান, করোনা ভাইরাসের সংক্রমন রোধে উপজেলার যে সকল এলাকায় করোনা ভাইরাস আক্রান্ত রোগী বেশি সনাক্ত হবে সেই সকল এলাকায় ‘রেড জোন’ হিসেবে ঘোষনা করা হবে। এরই অংশ হিসেবে মঠবাড়িয়া পৌরসভার ৯ নং ওয়ার্ডের থানাপাড়া এলাকায় ৫ জন ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পরে ঐ এলাকা রেড জোন ঘোষনা করা হয়েছে।
এদিকে পিরোজপুরের সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জাকি জানান, করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে পিরোজপুর জেলা হাসপাতালের আইসোলেশনে ভর্তি ইন্দুরকানী উপজেলার আব্দুল গণি নামের এক ব্যক্তি মারা গেছে। মৃত ব্যক্তির নমুন সংগ্রহ করে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ফয়সাল আহম্মেদ জানান, কোভিড-১৯ উপসর্গ নিয়ে গৌতম মন্ডল জ্বর ও সর্দি আক্রান্ত নিয়ে আজ সকাল সাড়ে নয়টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। করোনা উপসর্গ থাকার কারনে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরিবারের স্বজনরা বরিশাল নেওয়ার প্রস্তুতিকালে দুপুর ১২টার দিকে নিমাই মন্ডল মারা।
ডা. এইচ.এম জহিরুল আরো বলেন, মৃত ব্যক্তির নমুন সংগ্রহ করে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...