ব্রেকিং নিউজ
Home - উপকূল - ভান্ডারিয়ায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

ভান্ডারিয়ায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

ভান্ডারিয়া প্রতিনিধিঃ পিরোজপুরের ভান্ডারিয়ায় আওয়ামীলীগ নেতাসহ পরিবারের ৭ জনের উপরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে পৌরশহরের রিজার্ভপুকুর পাড়ে এলাকাবাসী উদ্যোগেএ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানবন্ধনে বক্তরা সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান। হামলার শিকার মেহেদি জানান, উপজেলার দক্ষিণ ভান্ডারিয়া মৌজার ২১ নং জে এল, ৩১১৮ এস এ খতিয়ানে ৩৫ শতক জমি নিয়ে শহিদুল ইসলাম বাবুল ও প্রতিবেশী হোসেন বেপারীর ছেলে নাছির উদ্দিন বেপারির সাথে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত বুধবার দুপুরে বিবাদী নাছির বেপারীর মেয়ে নিপা বিরোধীয় জমিতে ময়লা আবর্জনা ফেলার সময় শহিদুল ইসলাম বাবুলের মেয়ে সোমা বঁাধা দিলে তাকে প্রতিপক্ষরা মারধোর করে। এক পর্যায়ে সোমাকে উদ্ধারের জন্য শহিদুল ইসলাম বাবুল ও পরিবারের অন্য সদস্যরা এগিয়ে আসলে প্রতিপক্ষরা দেশীয় অস্র নিয়ে তাদের উপর হামলা করে। এতে ভান্ডারিয়া পৌরসভার ৭ নং ওয়ার্ডের আ’লীগের সহ সভাপতি শহিদুল ইসলাম বাবুল, তার ছেলে সবুজ, মেয়ে সোমা, ছেলে মেহেদী, মেয়ে জামাই মামুন, খাদিজা এবং তুষার আহত হয়। বাবুল, সবুজ, সোমা এবং খাদিজাকে গুরুতর অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্যদের ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এদের মধ্যে বাবুল এবং সবুজের অবস্থা গুরুতর।
আহত বাবুলের হাতের তালুর ওপর ধারালো অস্ত্রের আঘাতে রগ কেটে যায় এবং সবুজের মাথায় ধারালো
আঘাতে মারাত্মক জখম রয়েছে। এই ঘটনায় ভান্ডারিয়া থানায় মেহেদী হাসান বাদী হয়ে ১) মোঃ দুলাল
সরদা (৪২), পিতাঃ সোবাহান সরদার, ২) নাসির উদ্দিন বেপারী (৪৫) পিতাঃ মৃত হোসেন বেপারী, ৩)
নিরু বেপারী (৩৫) পিতাঃ সিদ্দিক বেপারী, ৪) সাইদুল বেপারী (৪০), পিতাঃ আব্দুল রশীদ বেপারী, ৫) মোঃ
সিরু বেপারী (৩৭) পিতাঃ সিদ্দিক বেপারী, ৬) নিপা আক্তার (২৪) পিতাঃ নাসির বেপারী’র নাম উল্লেখ
করে এজাহার দায়ের করেন।
ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ এস এম মাকসুদুর রহমান জানান, অভিযোগ সাপেক্ষে আইনগত
ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...