ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - দেশীয় বৃক্ষ সম্পদ রক্ষার আহবান

দেশীয় বৃক্ষ সম্পদ রক্ষার আহবান

হারিয়ে যাচ্ছে দেশী গাছ……!!

হারিয়ে যাচ্ছে দেশী গাছ।যেন সবুজ শ্যামল গ্রাম বাংলার প্রাকৃতিক রূপ মাধুর্য আজকাল বিলীন হয়ে যাচ্ছে।গ্রাম অঞ্চলের সবুজ বৃক্ষ-লতা-পাতা রকমারী বৃক্ষরাজির সমারোহ হারিয়ে যাওয়ার পথে। মানুষের আগ্রাসী হাতের ছোবলে গ্রামীণ বন-বনানী ধ্বংস হওয়ার পথে। সেই সঙ্গে ধ্বংস হচ্ছে দেশীয় বৃক্ষ সম্পদ। আর সেই স্থানটি দখল করে নিচ্ছে বিদেশী প্রজাতির গাছ। অথচ অমিত সম্ভাবনার এই দেশে প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য রয়েছে। প্রকৃতিতে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য প্রজাতির বনজ, ভেষজ, ফলদ, ঔষধিসহ নিত্য প্রয়োজনীয় অসংখ্য গাছপালা। এগুলোতে ওষুধি গুণাগুণ ছাড়াও রয়েছে ভিটামিন ও পুষ্টিগুণ। অথচ এগুলো ধ্বংস করা হচ্ছে। এতে প্রাকৃতিক সৌন্দর্য বিনষ্ট হচ্ছে, পাশাপাশি ধ্বংস হচ্ছে পরিবেশের ভারসাম্য।এছাড়া এই বৃক্ষ সম্পদ বনজ প্রাণী পশু পাখীর আশ্রয়স্থলও।

অথচ গ্রামীণ বৃক্ষ অর্থাৎ নানাভাবে গ্রামীণ বৃক্ষ সম্পদ ধ্বংস করা হচ্ছে।সেই সঙ্গে ধ্বংস হচ্ছে অনেক দেশীয় গাছ গাছালি।দুঃখজনক হলেও সত্য যে, দেশীয় বৃক্ষরাজি ধ্বংস করে নতুন করে যেসব গাছ লাগানো হচ্ছে, তার অনেকগুলোই বিদেশী প্রজাতির। যেগুলো আমাদের পরিবেশের সঙ্গে মানানসই নয়। উদাহরণ স্বরূপ বলা যায়, ইউক্যালিপ্টাস, আকাশিয়ার মতো আগ্রাসী প্রজাতির বৃক্ষ বিদেশ থেকে আমদানী করা হয়েছে। যেগুলো বন্যপ্রাণীসহ বন ক্ষতিগ্রস্ত করছে। অর্থাৎ বিদেশী প্রজাতির বৃক্ষ দিয়ে কৃত্রিম বনায়ন করা হচ্ছে দেশের বিভিন্ন স্থানে।

আমাদেরই অবজ্ঞা আর অবহেলায় দেশীয় প্রজাতির গাছগুলো হারিয়ে যাচ্ছে। আর সেই স্থান দখল করে নিচ্ছে বিদেশী গাছ। দেশীয় প্রজাতির আম, জাম, কাঁঠাল, হিজল, তমাল, অর্জুন, জারুল, জলপাই, নিম, তেঁতুল, আমলকি, কৃষ্ণচূড়া, শিলকড়ই, শিমুল, তেজপাতা, হরিতকি, বহেড়া, গর্জন, কদম, বট ইত্যাদি কাঠ ও ফলফলাদির গাছের দিকে নজর দেওয়া জরুরি।

দেশীয় বৃক্ষ সম্পদ রক্ষায় এগিয়ে আসতে হবে সবাইকে।

আপনাদের সহযোগীতা এবং পরামর্শ পেলে মঠবাড়িয়াতে আমরা আগামী ছয় বছরে এক লক্ষ দেশীয় প্রজাতির ফলজ গাছ লাগাতে পারবো বলে বিশ্বাস করি।

মেহেদী হাসান বাবু ফরাজী
প্রকাশ ও সম্পাদক, আজকের মঠবাড়িয়া।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...