ব্রেকিং নিউজ
Home - উপকূল - পিরোজপুরে কোভিড-১৯ উপসর্গ নিয়ে আইসোলেশনে থাকা এক ব্যক্তির মৃত্যু

পিরোজপুরে কোভিড-১৯ উপসর্গ নিয়ে আইসোলেশনে থাকা এক ব্যক্তির মৃত্যু


পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরে কোভিড-১৯ উপসর্গ নিয়ে জেলা হাসপাতালের আইসোলেশনে
চিকিৎসাধীণ এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেলে জেলা হাসপাতালের
আইসোলেশনে ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মো: জাহাঙ্গীর কাজী (৫৫) নামে
একজন মারা যায় বলে জানান পিরোজপুরের সিভিল সার্জন হাসনাত ইউসুফ জাকী।
মৃত মো: জাহাঙ্গীর কাজী (৫৫) পিরোজপুর শহরের পশ্চিম শিকারপুর এলাকার মৃত জোনাব
আলী কাজীর পুত্র।
পিরোজপুরের সিভিল সার্জন হাসনাত ইউসুফ জাকী জানান, গতকাল বৃহস্পতিবার রাত
১০ টার দিকে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে জাহাঙ্গীর কাজী চিকিৎসার নেয়ার জন্য হাসপাতালে
আসে। পরে তার কোভিড-১৯ উপসর্গ আছে বিধায় কর্তব্যরত চিকিৎসক জাহাঙ্গীর
কে আইসোলেশন ইউনিটে ভর্তি করে। সেখানেই চিকিৎসাধীণ অবস্থায় আজ বিকেল
সাড়ে ৩ টার দিকে সে মারা যায়।
সিভিল সার্জন হাসনাত ইউসুফ জাকী আরো জানান, মৃত ব্যক্তির কোভিড-১৯
উপসর্গ থাকায় তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ
হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
পিরোজপুর সদর থানার ওসি নুরুল ইসলাম বাদল জানান, পুলিশ কোভিট-১৯ আক্রান্ত
রোগীদের দাফনের স্বাস্থ্য বিধি মেনে মারা যাওয়া ব্যক্তির দাফনের প্রস্তুতি নিচ্ছে এবং তার
বসত ঘর লকডাউনের প্রক্রিয়া চলছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...