ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - দাউদখালীতে আ.লীগ প্রার্থীর বিরুদ্ধে হুমকীর অভিযোগে স্বতন্ত্র প্রার্থীর থানায় জিডি

দাউদখালীতে আ.লীগ প্রার্থীর বিরুদ্ধে হুমকীর অভিযোগে স্বতন্ত্র প্রার্থীর থানায় জিডি

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় আ.লীগ দলীয় প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর চোখ তুলে নেওয়ার হুমকীর অভিযোগ উঠেছে। এমন অভিযোগে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী প্রতিপক্ষ আ.লীগ প্রার্থীর বিরুদ্ধে থানায় একটি সাধারন ডায়রী করেছেন।
উপজেলার ৪নম্বর দাউদখালী ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মো. জাহিদুল আলম শামীম তার চোখ উপড়ে ফেলার হুমকির অভিযোগ এনে আ.লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থী ফজলুল হক খান রাহাতের বিরুদ্ধে মঙ্গলবার রাতে মঠবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। এ ঘটনায় ওই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জীবনের নিরাপত্তা দাবি করেন।
সাধারণ ডায়েরী সূত্রে জানাযায়গেছে, মঙ্গলবার মনোনয়ন পত্র যাচাই বাছাইয়ের দিন উপজেলার দাউদখালী ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শামীম তার প্রস্তাবকারী ও সমর্থনকারীকে সাথে নিয়ে রিটার্নিং অফিসারের কার্যালয়ে আসছিলেন। পথে স্থানীয় তেতুলতলা বাজারের খালেক চৌকিদারের বাড়ির সম্মুখে পৌঁছা মাত্র আ.রীগ সমর্থিত প্রার্থী ফজলুল হক খান রাহাত তাকে বাধাঁ প্রদান ও বিভিন্ন রকমের হুমকি দেয়। একপর্যায় ফজলুল হক খান রাহাত স্বতন্ত্র প্রার্থী শামীমকে নির্বাচন থেকে সড়ে দাড়ানোর হুমকী দেন। এক পর্যায় আ.লীগ প্রার্থী চোখ উপড়ে ফেলার হুমকি দেয়।
তবে আ.লীগ প্রার্থী ফজলুল হক খান এ অভিযোগ অস্বীকার করে বলেন, স্বতন্ত্র প্রার্থী মিথ্যা হুমকীর নাটক সাজিয়ে ভোটারদের বিভ্রান্ত করছেন।
এ ব্যাপারে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান স্বতন্ত্র প্রার্থীর থানায় জিডির সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...