ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - কাউখালীর শিয়ালকাঠি ইউনিয়নে আ.লীগের প্রার্থী নেই

কাউখালীর শিয়ালকাঠি ইউনিয়নে আ.লীগের প্রার্থী নেই

কাউখালী সংবাদদাতা :পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের ক্ষমতাসীন আ.লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী নেই। তবে আ.লীগ কেন্দ্রীয়ভাবে মো. দেলোয়ার হোসেনকে দলীয় মনোনয়ন দেওয়ার তিনি জাতীয় পার্টির(জেপি)মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। এরপর আওয়ামীলীগের দলীয় মনোনয়ন বঞ্চিত উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জাকির হোসেন দুলাল দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। কিন্তু ওই আ.লীগ নেতার মনোনয়নপত্র ত্রুটিজনিত কারনে বাতিল হয়ে যায়। মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষে বুধবার বিকেলে রিটার্নিং অফিসার তার মনোনয়নপত্র বাতিল করেন। ফলে শিয়ালকাঠি ইউনিয়নে আ.লীগের কোনো প্রার্থী রইল না।
রির্টানিং অফিসার খান জুলহাস কবীর বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, যাচাই-বাছাই কালে দলীয় প্রধান কর্তৃক প্রদানকৃত যথাযথ কোন প্রত্যায়নপত্র না থাকায় নৌকা প্রতীক দাবিকারী প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। ফলে এ ইউনিয়নে আ.লীগের কোন দলীয় প্রার্থী নেই।
উল্লেখ্য,কাউখালীর শিয়ালকাঠি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ কেন্দ্র থেকে মো. দেলোয়ায়ার হোসেনকে মনোনয়ন দিলেও সে জাতীয় পাটির(জেপি) দলীয় মনোনয়নপত্র দাখিল করেন। আর তৃনমুল আওয়ামীলীগর মনোনয়ন পাওয়া জাকির হোসেন দুলাল নৌকা প্রতীক চেয়ে দলীয় প্রধান কর্তৃক প্রত্যায়নপত্র ছাড়াই চেয়ারম্যান পদে সোমবার মনোনয়ন দাখিল করেছিলেন। এতে তার মনোনয়নপত্র বালি হলে ওই ইউনিয়নে আ.লীগের নৌকা প্রতীকের কোন প্রার্থী থাকলনা।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...