ঢাকাস্থ মঠবাড়িয়া আজাহার আলী কাঠ মার্কেট ব্যবসায়ি মালিক সোসাইটির উদ্যোগে করোনা দুর্গত পরিবারে ঈদ উপহার

মঠবাড়িয়া প্রতিনিধি:ঢাকাস্থ পিরোজপুরের মঠবাড়িয়া আজাহার আলী কাঠ মার্কেট ব্যবসায়ী মালিক সোসাইটির উদ্যোগে ঢাকাস্থ মঠবাড়িয়ার শতাধি পরিবারে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

দেয়া হয় এসময় সোসাইটি সভাপতি জনাব আপন আহমেদ নিজাম এবং ঢাকা বাসাবো সবুজবাগ থানার, সমাজসেবক আওয়ামীলীগ নেতা মো. আলমগীর হোসেনে ও কাঠ ব্যবসায়ী মনিরুজ্জামান মনির উপস্থিত ছিলেন ।

সোসাইটির সভাপতি আপন আহমেদ নিজাম বলেন জাতীর এই দূর্যোগে কর্মহীন অসহায় মানুষের পাশে দাড়ানো আমাদের সোসাইটির নৈতিক দায়িত্ব। তাই জাতীর এ দূর্যোগে মঠবাড়িয়ার বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানাই। আজাহার আলী কাঠ মার্কেট ব্যবসায়ি মালিক সোসাইটি করোনা সংকটকালে অসহায় মানুষের কল্যানে কাজ সহায়তা অব্যত রাখবে।

 

About The Author

Leave a Reply