ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - মঠবাড়িয়ায় সদর ইউনিয়নের ইউপি সদস্যের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মঠবাড়িয়ায় সদর ইউনিয়নের ইউপি সদস্যের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

অনলাইন ডেস্কঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় সদর ইউনিয়নের ইউপি সদস্যের বিরুদ্ধে মানববন্ধন ও মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ইউপি সদস্য আবুল কালাম। আজ সোমবার দুপুরে পৌর শহরের উপজেলা ইউনিয়ন পরিষদ মেম্বর এসোসিয়েশন কার্যালয়ে সদর ইউনয়নের ৬ নং ওয়ার্ডের ওই ইউপি সদস্য আবুল কালাম সংবাদ সম্মেলন করে তার বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদ জানান। এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদ মেম্বর এসোসিয়েশনের সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন খানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইউপি সদস্য আবুল কালাম বলেন, আমি একাধিকবার বিপুল ভোটে ইউপি সদস্য নির্বাচিত হয়ে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছি। আমি সব সময়ই জনগনের স্বার্থে কাজ করেছি বিধায় আমাকে বারবার নির্বাচিত করেছে। বর্তমান দায়িত্ব কালে আমার ওয়ার্ডে ২৬ টি ভিজিএফ, ৮২ টি জেলে, ১১ টি কৃষি কার্ড ও ৭৬ টি ১০ টাকা মূল্যের চালের কার্ড দিয়েছি। চলতি করোনা ভাইরাস মোকাবেলায় সরকারি অনুদানের অংশ হিসেবে ভিজিএফ-২২ টি, নগদ অর্থ-১০ টি, ভবঘুরে-২২ টি, আরও ভিজিএফ-৪৬ টি কার্ড দেয়া হয়েছে। এছাড়াও ১১১ টি পরিবারকে সহায়তার কার্যক্রম প্রক্রিয়াধিন রয়েছে। যা সংশ্লিষ্ট কর্মকর্তারা একাধিকবার যাচাই করেছেন। আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমাকে সামাজিক ভাবে হেয় কারার জন্য আমার রাজনৈতিক প্রতিপক্ষ মিথ্যাচার করছে।

 

Leave a Reply

x

Check Also

পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক আলমগীর হোসেন আটক

পিরোজপুর প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় নেতা ও পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেনকে আটক করেছে ...