ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - ঘাতক করোনা ভাইরাস বিস্তার রোধকরণ প্রসঙ্গ

ঘাতক করোনা ভাইরাস বিস্তার রোধকরণ প্রসঙ্গ


বিভিন্ন শহর থেকে প্রাইভেট কার, মাইক্রো বাস ও অ্যমবুল্যান্সে আগত লোকজন গোপনে মঠবাড়িয়ায় প্রবেশ করতে না পারে সেজন্যে জনস্বার্থে মঠবাড়িয়া উপজেলার নিন্মোক্ত সীমান্ত পথে চেকপোস্ট বসানো এবং কঠোরভাবে কার্যকর ও ভ্রাম্যমান বাজার চালু করার জন্যে উপজেলা প্রশাসনকে সবিনয়ে অনুরোধ করছি। ব্যর্থতায়, করোনা ভাইরাস প্রতিরোধ করা সম্ভব হবে না। পরিনামে আমাদেরকে মাসুল দিতে হবে।
১. চরখালী – মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কের ঝাউতলা ব্রিজ।
২.ইকরী- তেলিখালী- তুষখালী সড়কের তুষখালী- হরিণপালা ব্রিজ।
৩. বড় মাছুয়া – রায়েন্দা খেয়াঘাট ( ট্রলারঘাট)।
৪. মঠবাড়িয়া – সাপলেজা – চরদুয়ানী সড়কের বাবুরহাট ব্রিজ।
৫. পাথরঘাটা – মঠবাড়িয়া – চরখালী সড়কের সি এ্যান্ড বি ব্রিজ।
৬.মঠবাড়িয়া – ডৌয়াতলা- বামনা সড়কের কুমিরমারা বাজার ব্রিজ।
৭. মঠবাড়িয়া – দধিভাংগা বাজার- বুকাবুনিয়া- বামনা ও আমুয়া সড়কের দধিভাংগা বাজার ব্রিজ।
৮. মঠবাড়িয়া – মিরুখালী – ভগীরথপুর – ভান্ডারিয়া সড়কের ভগীরথপুর বাজার ব্রিজ।
৯. মঠবাড়িয়া – নতুনহাট- আমুয়া সড়কের দাউদখালী নতুন বাজার ব্রিজ।
১০. নলী- মানিকখালী বাজার ও নলী- শতকর ব্রিজ।
জনসাধারনের প্রতি সবিনয়ে অনুরোধ , সরকারের নির্দেশনা, স্বাস্থ্য বিধি, ধর্মীয় অনুশাসন মেনে চলুন। শারীরিক দূরত্ব বজায় রাখুন এবং সবাই ঘরে অবস্হান করুন । জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবেন না। জরুরী প্রয়োজনে বাইরে যেতে হলে মাস্ক ব্যবহার করুন।বাইর থেকে এসে পরিধেয় বস্ত্রাদি সাবান দিয়ে ভালভাবে ধৌত করুন। সামাজিক অনুষ্ঠান বর্জন করুন। আত্মীয় – স্বজনের বাড়িতে না গিয়ে তাদের সাথে ফোনে যোগাযোগ করুন।কারো সাথে করমর্দন ও কোলাকুলি করবেন না। পরিষ্কার – পরিচ্ছন্ন থাকুন আর করোনা ভাইরাস থেকে নিরাপদ থাকুন। মনে রাখবেন, করোনা ভাইরাস বেশ শক্তিশালী। এ ঘাতক ব্যাধিকে আবহেলা করবেন না। আপনি নিজে বাঁচুন আর অপরকে বাঁচতে সহায়তা করুন।সব সময়ে আল্লাহকে স্মরণ করুন। আল্লাহ হাফিজ।

 

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...