ব্রেকিং নিউজ
Home - অপরাধ - পিরোজপুরে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত-১৯

পিরোজপুরে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত-১৯

পিরোজপুর প্রতিনিধি: এলাকায় আধিপত্ব বিস্তারকে কেন্দ্র করে পিরোজপুরে দুই পক্ষের সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে ১৯ জন আহত হয়েছে। এর মধ্যে এক নারীসহ ৪ জনের অবস্থা আশংকা জনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। । বুধবার রাত নয়টার পিরোজপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের মুক্তিারকাঠী এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান স্থানীয় পৌর কাউন্সিলর একরামুল হোসেন।
পৌর কাউন্সিলর মো: একরাম হোসেন আমাদের সময়কে জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রথমে বিকেলের দিকে ব্রাহ্মনকাঠী গ্রামের স্বপন সেখের ছেলে শান্ত (২৪) ও হায়দার সেখের ছেলে সুমন (২৫) এর সাথে মুক্তারকাঠী গ্রামের কুদ্দুুস মীরের ছেলে রানা’র (২৫) বাকবিতান্ডা ও মারামারি হয়। এ ঘটনার জের ধরে রাত ৯টার দিকে দুই গ্রæপের লোকজন লাঠি সোটা ও দেশীয় ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে উভয় পক্ষের ১৯ জন আহত হয়। আহতদের পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে আসলে এদের মধ্যে মারাত্মক আহত রুমা বেগম (২৮), পারুক (৩০) ও লোকমান ওরফে মিলন (৩২) সহ ৪ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একটি সূত্র জানায় , দুদিন আগে এলাকায় মাদক (গাঁজা) কেনা বেঁচা নিয়ে কথা কাটাকাটির জের ধরে এই সংঘর্ষের সূত্রপাত ।
পিরোজপুর সদর থানার ওসি নুরুল ইসলাম বাদল জানান, তুচ্ছ ঘটনা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয় । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সদর হাসপাতালে নিয়ে আসার ব্যবস্থা করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসক তন্ময় মজুমদার জানান, আহতদের মধ্যে অধিকাংশের শরীর ও মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। আহতদের মধ্যে ৪ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

 

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...