ব্রেকিং নিউজ
Home - উপকূল - মঠবাড়িয়া উপজেলা স্কাউটস এর আয়োজনে করোনা বিষয়ে আলোচনা

মঠবাড়িয়া উপজেলা স্কাউটস এর আয়োজনে করোনা বিষয়ে আলোচনা

আলোচনায় প্রশ্নোত্তর

প্রথম প্রশ্ন ঃঃ Covid 19 নাম কেন?

উত্তরঃঃ Covid 19 এর পূর্ণ রূপ – Coronavirus disease 2019

২. প্রশ্ন ঃঃ করোনা ভাইরাস কিভাবে ছড়ায়? — সংক্রমিত ব্যক্তির শ্বাসতন্ত্রের ফোঁটার (কাশি এবং হাঁচির মাধ্যমে তৈরী) সাথে সরাসরি যোগাযোগের মাধ্যমে এবং এই ভাইরাস দ্বারা দূষিত অংশ স্পর্শ করার মাধ্যমে এটি সংক্রমিত হয়।

৩. প্রশ্নঃ এ ভাইরাসে আক্রান্ত মানুষের লক্ষন গুলো কি কি — জ্বর, কাশি এবং শ্বাসকষ্ট। অন্যন্য লক্ষন – দূর্বলতা, মাংস পেশীতে ব্যথা, ডায়রিয়া, গলা ব্যথা ইত্যাদি

৪. কত দিনে লক্ষন প্রকাশ পায়? – ২ থেকে ১৪ দিনের মধ্যে। সাধারণত ৫ম দিন।

৫. কাদের বেশি হয়? – ভ্রমণের ইতিহাস যাদের আছে ও তাদের সংস্পর্শে যারা এসেছন।

৬. কিভাবে মুক্তি মিলতে পারে করোনা থেকে? — # বার বার হাত ধোঁয়া # সামাজিক দূরত্ব বজায় রাখা

৭. করোনার চিকিৎসা কি? – লক্ষন ভিত্তিক ও সহায়ক চিকিৎসা দিতে হবে

৮. পশু – পাখির মাধ্যমে করোনা বিস্তার হয় কি না? গরু ও মুরগীর খাবার দেয়ার পর কি করতে হবে? – ছড়ায় না। তবে যত্ন নেবার পর সাবান দিয়ে হাত ধুতে হবে।

৯. গরীব দেশে করোনা প্রকোপ কম কেন? — দরিদ্র মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি।

১০. কিভাবে রোগ নির্নয় সম্ভব? rRT – PCR

১১. মঠবাড়িয়ায় কি করোনা পরীক্ষা হয়? – স্যাম্পল সংগ্রহ করে বরিশাল পাঠানো হয়।

১২. করোনা সন্দেহ হলে কোথায় খবর দিবো? – উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মঠবাড়িয়ায় খবর দিবেন।

 

অনলাইন আলোচনায় উপস্তিত ছিলেন

সুকদেব ঢালী স্যার, আয়েশা খানম রোসী ম্যাম,আলমগীর হোসেন খান স্যার সহ আরো অন্যান্য গন্য মান্য ব্যক্তিবর্গ। সকলের সচেতনতায় আমাদের বাংলাদেশ সুস্থ থাকুক, আমাদের মঠবাড়িয়া। অনলাইন আধুনিক ভার্সন; শিক্ষা-চিকিৎসা, শপিং, সচেতনতা সহ নানাবিধ কাজ দূরে বসেই সম্ভব।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...