ব্রেকিং নিউজ
Home - অপরাধ - সাংসদ রুস্তম ফরাজীর বিরুদ্ধে চাল বিতরণে অনিয়মের অভিযোগ ভাইস চেয়ারম্যান সিফাতের

সাংসদ রুস্তম ফরাজীর বিরুদ্ধে চাল বিতরণে অনিয়মের অভিযোগ ভাইস চেয়ারম্যান সিফাতের

আজ এক ফেসবুক পোষ্টে সাংসদ রুস্তম আলী ফরাজীর বিরুদ্ধে চাল বিতরণে অনিয়মের অভিযোগ আনেন ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত। তিনি তার পোষ্টে লিখেন…

 

প্রিয় মঠবাড়িয়াবাসী
আসসালামু আলাইকুম
আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান, সাধ থাকলেও সবার চাহিদা পুরন করতে বেশিরভাগ সময়ই ব্যর্থ হই। সামর্থের মধ্যে যতটুকু সম্ভব তার সবটুকু দিয়ে এই দুঃসময়ে মানুষের পাশে গিয়ে দাড়ানোর চেষ্টা করছি। হৃদয়ে রক্তক্ষরণ হয় তখনই, যখন কেউ আশা করে আমার কাছে এসে নিরাশ হয়ে ফেরত যায়। প্রচন্ড মানসিক কষ্ট অনুভব করি, কারন!!!!
এইতো কিছুদিন আগে ধ্বংসযগ্মের মধ্যে শত প্রতিকুলতা উপেক্ষা করে শতআশায় বুকবেধে উপজেলা পরিষদ নির্বাচনে আমাদের সমর্থন দিয়েছেন। নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে এসব একদিকে আমকে পিরা দেয় অন্যদিকে অনেক বিষয়ে ক্ষুব্ধও হই।
জতীয় নির্বাচনে যিনি মহাজোটের তকমা লাগিয়ে যিনি সুর্যোদয়ের আগেই এম পি বনে গেলেন, এই দুঃসময়ে তার ভুমিকা কি? অনেক প্রসঙ্গ এখন নাই বললাম। এইতো কয়েকদিন পুর্বে এম পি মহদয় ১০০০০ কেজি চাল নিলেন সলাম মেম্বর,শহিদ মেম্বর, খলিল মেম্বরকে সিপিসি করে!!!
সেই চাল কোথায়? কাদের দিলেন?
যেই নাড়াচাড়া পরছে দু একটা চ্যালা খুব বস্তা নিয়া দৌড়াদৌড়ি শুরু করছে।ভাবখান এমন খুব উদ্ধার করছে মানুষকে।
আমি কোনোভাবেই তার সমকক্ষ না, তিনি অনেক সিনিয়র রজনিতীবিদ, বার বারের এম পি
কিন্তু তারও যে ভোট ও নির্বাচনি এলাকা আমারও একই। সুধু আমারা দিনের আলোতে জনগনের ভোটে নির্বাচিত তিনি রাতে। তিনি পান ১০০০০কেজি আর আমি ৫০০।

বাকি কথা পরে হবে, চ্যালাদের বলেন দ্রুত জনগনের আমানত জনগনের কছে ফেরত দিতে।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...