ব্রেকিং নিউজ
Home - অপরাধ - করোনা পরিস্থিতি সামলাতে মঠবাড়িয়ায় সেনা অভিযানঃ প্রশাসনের কড়া অবস্থান

করোনা পরিস্থিতি সামলাতে মঠবাড়িয়ায় সেনা অভিযানঃ প্রশাসনের কড়া অবস্থান

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও তিন জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২ জনে। এছাড়া নতুন করে আরও ৩৫ জনের দেহে ভাইরাস শনাক্ত হওয়ায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৩ জনে।

একারনে সবধরণের ঝুঁকি এড়াতে ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে মঠবাড়িয়ার বিভিন্ন সড়ক, অলি-গলিতে ও উপজেলার বিভিন্ন বাজারে সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনী৷ আজ সকালে উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। এতে সহায়তা করছে সেনাবাহিনীর সদস্যগণ৷ অভিযানে প্রশাসন ও সেনাবাহিনী কঠোরভাবে লোকজনের মধ্যে সামাজিক ও স্বাস্থ্যগত দূরত্ব নিশ্চিত করা, অযথা ঘরের বাইরে এসে ঘোরাঘুরি নিয়ন্ত্রণ, ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল নিয়ে চলাচল নিয়ন্ত্রণ, বিশৃঙ্খলভাবে ত্রাণ বিতরণ কার্যক্রম নিয়ন্ত্রণের পাশাপাশি নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারও মনিটরিং করছেন। এ সময় উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর সদস্যগন জনসাধারণের মাঝে মাস্ক ও সাবান বিতরণ করেঙ।এবং মাইকিং করে সচেনতামূলক পরামর্শ দেন। অভিযান পরিচালনাকালে সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় ৪জনকে আটক করা হয়েছে৷ আটককৃতদের প্রাথমিক সতর্কতা শেষে ছেড়ে দেয়া হয়৷

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, করোনার এই সময়ে লোকজনকে ঘরে রাখতে সব ধরণের উদ্যোগ নিয়েছি আমরা। যারা সরকারি নির্দেশনা না মেনে অযথা বাইরে ঘোরাঘুরি করছেন, দোকান খুলে বসেছে তাদের জরিমানা করা হচ্ছে। তিনি বলেন, এ সংক্রামক ব্যধি এড়াতে সরকারের সকল অাইন বাস্তবায়নে কাউকে ছাড় দেবেনা উপজেলা প্রশাসন৷ তিনি জনসাধারণকে অন্তত দুই সপ্তাহ ঘরে থাকার ব্যপারে অনুরোধ করেন৷ এ সময় সকল ধরণের প্রয়োজন পূরণ করবে উপজেলা প্রশাসন৷

এই অভিযানে সার্বিক সহযোগিতা করেন সেনাবাহিনীর একজন মেজর৷ প্রাণঘাতি করোনাভাইরাস মোকাবিলায় সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ও মানুষকে ঘরে থাকা নিশ্চিত করতে মঠবাড়িতে টহল অব্যাহত রেখেছে সেনাবাহিনী৷

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...