ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ায় ৬দিন ধরে একটি পরিবার খোলা আকাশের নীচে

মঠবাড়িয়ায় ৬দিন ধরে একটি পরিবার খোলা আকাশের নীচে

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার হোগলপাতি গ্রামের একটি পরিবার গত ৬ দিন ধরে খোলা আকাশের নীচে বসবাস করছেন।

বসতঘর থেকে হঠাৎ করে তাদের উচ্ছেদ করে দেয়ার কারণে তারা গত ৫দিন ধরে খোলা আকাশের নীচে কোনো রকম ছাপড়া দিয়ে বসবাস করে আসছেন। ওই পরিবারের প্রধান আশরাফ আলী এর প্রতিকার চেয়ে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, হোগলপাতি গ্রামের শহীদ জমাদ্দার বিজিবিতে চাকরী করে। সে সুবাদে তাকে স্ব-পরিবারে তার চাকরীস্থলে থাকতে হয়। সেকারণে হোগলপাতি গ্রামের বাড়ি রক্ষণাবেক্ষন ও তদারকী করার জন্য প্রায় ৪বছর পূর্বে স্থানীয় দিনমজুর আশরাফ আলী পরিবারকে দায়িত্ব দেয়। আশরাফ আলী পরিবার গত ৪বছর ধরে ওই বাড়ি-ঘর রক্ষনাবেক্ষন করে আসছেন। হঠাৎ গত বৃহস্পতিবার বিকেলে শহীদ জমাদ্দারের স্ত্রী খাদিজা বেগম ৪/৫জন লোক নিয়ে এসে ওই বাড়ি থেকে আশরাফ আলী পরিবারকে নেমে যেতে বলে। আশরাফ আলী কিছুদিন সময় চাইলে খাদিজা বেগম লোকজন নিয়ে জোর করে ঘরে ঢুকে ঘরের মালামাল ও আসবাবপত্র ঘরের বাইরে ফেলে দেয় এবং তাদেরকে মারধর করে ঘর থেকে বের করে ঘরে তালা দিয়ে চলে যায়।
আশরাফ আলী বলেন, ঘরের মধ্যে থাকা আমার ৩০মন ধান ছিটিয়ে তারা নষ্ট করে ফেলে। এছাড়া ঘরের হাড়ি-পাতিলসহ আসবাবপত্রের ব্যাপক ক্ষতি করে।
আশরাফ আলীর স্ত্রী আকলিমা বেগম কান্না জড়িত কন্ঠে বলেন, খাদিজা বেগম লোকজন নিয়ে আমাদের মারধর করে গলা ধাক্কা দিয়ে ঘর থেকে বের দেয়। আমরা গত ৫দিন ধরে প্রতিবেশী হাসেম তালুকদারের ঘরের পাশে ছাপড়া দিয়ে বসবাস করছি।
এব্যাপারে স্থানীয় ইউপি সদস্য আজমল হোসেন মন্টু তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এভাবে জোর করে কাউকে ঘর থেকে বের করা দেওয়া অন্যায়। আমি এসে নিষেধ করা সত্তেও খাদিজা বেগম আমার কথা না শুনে তাদেরকে মারধর করে বাড়ি থেকে উচ্ছেদ করে দেয়।

খাদিজা বেগম অভিযোগ অস্বীকার করে মুঠোফোনে বলেন, আমি তাদেরকে নেমে যেতে বললে তারা ঘর থেকে নেমে যায়। পরে আমি ঘর তালাবদ্ধ করে দেই।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...