ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ায় আলগী বালিকা দাখিল মাদ্রাসায় নিয়োগে অনিয়মের অভিযোগ

মঠবাড়িয়ায় আলগী বালিকা দাখিল মাদ্রাসায় নিয়োগে অনিয়মের অভিযোগ

মঠবাড়িয়া উপজেলার আলগী বালিকা দাখিল মাদ্রাসার নৈশ প্রহরী ও আয়া নিয়োগে অনিয়মের অভিযোগ বরিশাল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক তদন্ত করেছেন।

শনিবার দুপুরে সরেজমিনে তিনি উক্ত মাদ্রাসা তদন্ত করেন।

জানাগেছে, উক্ত মাদ্রাসায় সম্প্রতি নৈশ প্রহরী ও আয়া নিয়োগ দেয়া হয়েছে। ওই নিয়োগে অনিয়ম ও পরিচালনা কমিটির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে মাদ্রাসা পরিচালনা কমিটির অভিভাবক সদস্য আঃ খালেক মোল্লা ও শিক্ষানুরাগী সদস্য আলহাজ্ব সোহরাব মোল্লাসহ স্থানীয় অর্ধ শতাধিক অভিভাবকদের স্বাক্ষরিত বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবরে লিখিত অভিযোগ করেন।

লিখিত অভিযোগে জানাযায়, উক্ত মাদ্রাসার সুপার ও পরিচালনা কমিটির সভাপতি মিলে দীর্ঘদিন ধরে মাদ্রাসার উন্নয়নে বিভিন্ন অনিয়ম করে আসছেন। এছাড়া মাদ্রাসা পরিচালনা কমিটির কতিপয় সদস্যদের ভুয়া স্বাক্ষর নিয়ে কোরাম গঠন করে গোপনে অবৈধভাবে সভাপতির ছেলে ও ভাইঝিকে যথাক্রমে নৈশ প্রহরী ও আয়া নিয়োগ দেন। উক্ত অভিযোগের ভিত্তিতে বরিশাল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক তদন্তে আসেন।
ওই নিয়োগের নৈশ প্রহরী প্রার্থী আলাউদ্দিন মোল্লা অভিযোগ করে বলেন, উক্ত মাদ্রাসায় নৈশ প্রহরী ও আয়া নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের পর আমরা দুই পদে মোট ১২জন আবেদন করি। কিন্তু আমাদের ১০জনকে সাক্ষাতকার বোর্ডে না ডেকে সভাপতি ও সুপার মিলে অবৈধভাবে সভাপতির আপন ছেলে ও তার এক ভাইঝিকে নিয়োগ দেয়। যা সম্পূর্ণ অবৈধ।

মাদ্রসার শিক্ষানুরাগী সদস্য আলহাজ্ব সোহরাব মোল্লা বলেন, সভাপতি ও সুপারের যোগসাজেসে কোনো প্রকার বোর্ড গঠন না করে অবৈধ ভাবে গোপনে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

এব্যাপারে মাদ্রাসার সুপার এবিএমএ মন্নান বলেন, সরকারী বিধি মোতাবেক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এখানে কোনো অনিয়ম করা হয়নি।
পরিচালনা কমিটির সভাপতি মোসলেম আলী মোল্লা তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, সম্পূর্ণ সঠিক ভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
বরিশাল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক শংকর কুমার পাল বলেন, অভিযোগের ভিত্তিতে সরেজমিনে এসে উভয় পক্ষের বক্তব্য শোনা হয়েছে। তদন্তে অনিয়ম প্রমাণিত হলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...