ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - দেবদাস মজুমদারের শব্দাবলী

দেবদাস মজুমদারের শব্দাবলী

আবার ভরে উঠবে ফসলের মাঠ
অফুরন্ত প্রাণশক্তি ফিরে পাবে মানুষ।
প্রকৃতিও জেনে গেছে –
একলা হয়ে বেশী দিন বাঁচেনা মানুষ।
তাই বুঝিবা প্রাণে প্রাণে অফুরাণ মায়া।

এ মুহূর্তে এইযে বেঁচে আছি ..
এর চাইতে আর সুখের কিছুই তো হতে পারেনা।
একলা হয়ে জেনেছি এ জীবন কেবলি একার না।
বেঁচে থাক মানুষ প্রাণ প্রকৃতি।
নিরন্নের ঘরে আবার উঠবে বান্ধবপাড়া মাঠের ফসল।
কেটে যাবে নিস্তব্ধ প্রহর বেলা, সুখ হাসি মাখা বেলা।

এই যে তুমি শস্য ফসল দেখছো
সবই কৃষকের সোনালী সন্তান ।
এই যে তুমি এতো মানুষ ও প্রাণ দেখছো
সবই আসলে বিধাতারই সন্তান।

 

 

দেবদাস মজুমদার
একলা প্রহর
১১ এপ্রিল, ২০২০

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...