ব্রেকিং নিউজ
Home - বিনোদন - কিশলয় বল সৈকত এর বসন্ত শব্দাবলী

কিশলয় বল সৈকত এর বসন্ত শব্দাবলী

বসন্ত

 

শীতের শেষে বসন্ত এলো,

মৃত গাছে নতুন পাতা গজালো।

আকাশে ঘুড়ির খেলা জমেছে,

দখিনা বাতাস বইছে বলে।

তালের পাতায় বাসা বেঁধেছে বাবুই,

বসন্ত তুমি এসে গেছ তাই।

কোকিল তার কন্ঠ খুলেছে,

বসন্ত হাওয়া বইছে বলে।

মাঠে ঘাসফুল ফুটেছে,

পাখির গানের সময় হয়েছে,

ওহে বসন্ত এসে গেছে।।

 

 

 

কিশলয় বল সৈকত

উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী,

মঠবাড়িয়া সরকারি কলেজ

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...