ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - যে কারণে মঠবাড়িয়ার তরুণ প্রজন্ম নিয়ে আমাদের এখনি ভাবা উচিত

যে কারণে মঠবাড়িয়ার তরুণ প্রজন্ম নিয়ে আমাদের এখনি ভাবা উচিত

 

আহাদ আহসান 🔴 তরুণ প্রজন্মই আগামী দিনের সম্পদ। একটি দেশের পুরোপুরি মেরুদণ্ড ভেঙে দিতে হলে সেই দেশের যুবকদের ধ্বংস করে দিতে হবে।

সম্প্রতি মঠবাড়িয়ার চারটি মেয়ে ঘর পালানোর খবর আমরা সবাই জেনেছি। যে কারণে সোস্যাল মিডিয়া খুব সরব। আমি অবাক হয়েছি ভিন্ন ভিন্ন গ্রামের চারটি গ্রাম ঢাকা গিয়ে একসাথে থাকার সিদ্ধান্ত নিয়েছে এবং তাদের পোষাক দেখে মনে হয়েছে এরা কন্ট্রোলহীন। শুধু তারা নয় আপনি মঠবাড়িয়া শহর থেকে অজপাড়াগাঁ গ্রামে ঘুরলেও অনেক নিয়ন্ত্রণহীন গাড়ীর তরুণ-তরুণীদের দেখতে পাবেন। অধিকাংশ মেধাবী তরুণও নেশায় আসক্ত। আপনি কোনো চায়ের দোকানে তাদের উৎপাতে যেতে পারবেন না কিংবা লজ্জা হবে যেতে। প্রায় ৯০ ভাগ ছেলেমেয়ে মোবাইল গেম আর ফেসবুকে আসক্ত। তারা সামান্য মোবাইলের মাধ্যমেও কন্ট্রোল হয়ে যাচ্ছে। কিশোর গ্যাং এর উৎপাতে মানুষ অতিষ্ঠ। তরুণরা হারিয়েছে পুরোপুরি নৈতিক মূল্যবোধ। অবসরে ছেলেমেয়েরা এখন আর গল্পের বই পড়েনা। তারা এখন খেলার মাঠে যায়না। একটি প্রজন্ম এভাবে চোখের সামনে ধ্বংস হয়ে যাচ্ছে। একটি প্রজন্ম নষ্ট হলেও এই ছেলে মেয়েরাই একসময় এই শহর তথা এই দেশের নেতৃত্ব দিবে, বিচারকার্য চালাবে, রাজনীতি করবে, বড় বড় চাকরি করবে। এখন আপনি আগামী ২০ বছর পরের কথা চিন্তা করুন। কি ঘটতে যাচ্ছে আমাদের সমাজে। এই মঠবাড়িয়ার নীতিনির্ধারকদের এখনি এদের নিয়ে চিন্তা করা উচিত। কি কি পরিকল্পনার মাধ্যমে তরুণদের আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা যায়। আমাদের আগামী এক শতাব্দী নিয়ে ভাবার আগে এই তরুণদের নিয়ে কাজ করা উচিত। প্রতিটি মানুষের এক হয়ে প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নিয়ে সমাজ থেকে বিষ দূর করবে হবে। আমাদের পরিকল্পনা হোক তরুণ প্রজন্ম রক্ষা।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...