ব্রেকিং নিউজ
Home - উপকূলের মুখ - পথে পথে সুরের পসরা

পথে পথে সুরের পসরা

 

দেবদাস মজুমদার >

১০ বছর বয়সেই পথে নামতে হয়েছে ওহাব আলীকে। তারপর টানা ৫০ বছর ধরেই পথ থেকে পথে কাটছে জীবন ও জীবিকা। সঙ্গী তার একতারার সুর। সেই সুরের সাথেই কাটছে জনম। পথে,হাটে,গঞ্জে আর জনতার ভেির দেহতত্ত্ব গান গেয়ে চলে তার রুজি রোজগার।
পিরোজপুরের কাউখালী সদরে গত কয়েকদিন ধরে আব্দুল ওহাব মাইজভান্ডারী গান গেয়ে মানুষের মনোরঞ্জন করে আসছেন। আর এ গানের বিনিময়ে মুগ্ধ শ্রতারা তাকে যা খুশী দিচ্ছেন। শুধু কাউখালী নয় পথের গায়ক আব্দুল ওহাব দেশের বিভিন্ন অঞ্চলেই সারাবছর জুড়ে গান গেয়ে ঘুরে বেড়ান। আর এ দিয়েই তার সংসার চলে।
আব্দুল ওহাব মাইজভান্ডারী জানান, খুলনার দীঘিনালা উপজেলার সেনহাটি পূর্ব পাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। অভাবের সংসারে ওহাব আলীকে পথে নামতে হয়। গলায় তার তখন কিছুটা সুর ছিল। প্রথমে এক বয়াতির সাথে ঘুরতে ঘুরতে গানের নেশা ধরে। সেই থেকে টাকা ৫০বছর তিনি এ পেশায় জড়িয়ে আছেন। জমি জমা না থাকায় কৃষিকাজেও মন বসাতে পারেননি। দুই ছেলে ও এক মেয়ে নিয়ে তার সংসার।
গায়ক ওহাব আলী বলেন, সুরের সাধনা করে সুখ পাই। জীবনতো একটাই। সুরের ভেতর পরম করুণাময়ের আরাধনা করি। মানুষ মুগ্ধ হলে আমিও সুখ পাই। গান গাই খাই দাই দুনিয়া ঘুরি।
তিনি আক্ষেপ করে আরও বলেন, ষাটের বেশী বয়স হইল আমার তুবু আমার বয়স বাড়ল না। আজও আমি বয়স্কভাতা পাইলাম না।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...