ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - মঠবাড়িয়া নাগরিক কমিটির খোলা চিঠি মেয়র সমীপে

মঠবাড়িয়া নাগরিক কমিটির খোলা চিঠি মেয়র সমীপে

মেয়র সাহেব,
সালাম ও শুভেচ্ছা নিন। মঠবাড়িয়া পৌরবাসীর অনেকে বেশ কিছু দিন ধরে আমাকে অনুরোধ করেছেন যে, তাদের সমস্যাবলী আপনার সমীপে তুলে ধরার জন্যে। নানা কারণে লেখতে একটু বিলম্ব হলো। এজন্যে আমি পৌরবাসীর নিকট ক্ষমা প্রার্র্থী। বেশ কিছু দিন ধরে গুঞ্জন শুনছি যে, এ বছর পৌরকর বিগত বছরগুলোর চাইতে অনেকগুণ বেশী ধার্য করা হয়েছে। বিষয়টি যাঁচাই করার জন্যে আমরা কর নির্ধারণকারীর সংক্ষিপ্ত সাক্ষাৎকার নিলাম। গুঞ্জন সত্য প্রমাণিত হল। কর নির্ধারকের ভাষ্যে, “বিগত বছরে বিধি অনুসারে কর ধার্য করা হয়নি। ২০১৪ সালে জারীকৃত সরকারি প্রজ্ঞাপন অনুসারে কর ধার্য করা হয়েছে।” তবে হঠাৎ করে ৫/৬ গুণ কর বৃদ্ধি করা পৌরবাসীর মনে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। আপনার উচিৎ ছিল বিষয়টি পৌরবাসীর সাথে আলোচনা করা। আলোচনা করা হলে পৌরবাসীর মনে ক্ষোভ সৃষ্টি হত না। ক্ষোভ নিরসনকল্পে দয়া করে সহনীয় মাত্রায় কর ধার্য করুণ।

মঠবাড়িয়া একটি ছোট পৌরসভা। এর আয়তন প্রায় ৯ বর্গ কিলোমিটার আর লোক সংখ্যা প্রায় ৫০ হাজার। পৌরসভাটি প্রথম শ্রেণি হলেও নাগরিক সুযোগ সুবিধা ৩য় শ্রেণির। পৌরবাসীর সমস্যা নিয়ে ইতোপূর্বে মাছরাঙ্গা টেলিভিশনের মানব সম্পদ উন্নয়ন ও প্রশাসনিক কর্মকর্তা জনাব গোলাম মোস্তফা পৌরবাসীর সমস্যা আপনার সমীপে তুলে ধরেছিলেন। ব্যস্ত থাকায় আপনি সমস্যাগুলো আমলে নিতে পারেননি। পৌরবাসীর সমস্যাগুলো আমি পুনরায় আপনার সমীপে উত্থাপন করছি। আশা করি সমাধানের চেষ্টা করবেন। চেষ্টাতো কখনও বিফল হয় না। রাস্তা-ঘাটের বেহাল অবস্থা। সত্বর নজর দিন। পৌরবাসীর প্রধান সমস্যা হচ্ছে পয়ঃ প্রণালী, পরিস্কার-পরিচ্ছন্নতা, নিরাপদ সড়ক, গণ শৌচাগার, অডিটোরিয়ম, পার্ক, কমিউনিটি সেন্টার, পাঠাগার ইত্যাদি। আপনি আন্তরিকভাবে চেষ্টা করলে এ সমস্যাগুলো সমাধান করা সহজ। পানীয় পানির মহা সংকট। শিগগিরই সমাধান হবে এমন লক্ষণ প্রতীয়মান হচ্ছে না। যানবাহনের আধিক্যে রাস্তায় চলাচল করা ভিষন কষ্টকর। যানবাহন নিন্ত্রয়ন করুণ। বাস টার্মিনালটি ছোট হওয়ায় অনেক বাস রাস্তায় রাখা হয়। বাস স্ট্রান্ডটি বড় করুণ। শহরে দিন-রাত মাইকিং হওয়ায় শিক্ষার্থীদের লেখাপড়ায় বিঘ্ন সৃষ্টি হচ্ছে। মাইকিং এর সময় নির্ধারণ করে দিন। শহরের মধ্য থেকে গবাদি পশুর হাটটি সরিয়ে নেওয়ার সত্বর ব্যবস্থা করুণ। খালের মধ্যে দালান কোঠা নির্মাণ বন্ধ করুণ। নচেৎ পরিবেশের মারাত্মক বিপর্যয় ঘটবে। ফলে পৌরবাসী ক্ষতিগ্রস্ত হবে। রাতের বেলায় সড়ক বাতিগুলো সার্বক্ষণিক চালু রাখুন। মাদক দ্রব্য থেকে আপনার শহরকে মুক্ত রাখুন। আপনি শুধু মেয়র নন, আপনি শাসকদল আওয়ামী লীগের উপজেলা শাখার সভাপতিও বটে। ইচ্ছা করলে আপনি মঠবাড়িয়ার অনেক উন্নয়ন করতে পারেন।

পরিশেষে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনার সুস্বাস্থ্য ও সুদীর্ঘ জীবন কামনা করি। আল্লাহ হাফেজ।

বিনীত ,

বীর মুক্তিযোদ্ধা
মো. মুজিবুল হক খান মজনু
আহবায়ক
মঠবাড়িয়া উপজেলা নাগরিক কমিটি
মঠবাড়িয়া,পিরোজপুর।
মোবাঃ ০১৭১৫-৭৬৭৫৪৪

নুর হোসাইন মোল্লা

সদস্য সচিব
মঠবাড়িয়া উপজেলা নাগরিক কমিটি এবং অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক
মঠবাড়িয়া,পিরোজপুর।
মোবাঃ ০১৭৩০-৯৩৫৮৮৭

১০/ ১০/ ২০১৬

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...