ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - আজ বিশ্ব শিক্ষক দিবস

আজ বিশ্ব শিক্ষক দিবস

আজকের মঠবাড়িয়া অনলাইন ডেস্ক >

আজ বিশ্ব শিক্ষক দিবস । ১৯৯৪ সালে ইউনেসকোর ২৬তম অধিবেশনে গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতেই ৫ অক্টোবরকে ‘বিশ্ব শিক্ষক দিবস’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। বর্তমানে বিশ্বের প্রায় ১০০টি দেশে এই দিবসটি পালন করা হয়ে আসছে।

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দেশের বিভিন্ন শিক্ষক সংগঠন নানা কর্মসূচির আয়োজন করেছে। শিক্ষকের প্রতি সম্মান জানাতেই নানা অনুষ্ঠানের মাধ্যমে এই দিনটি পালিত হচ্ছে। দিবসটি পালনের জন্য বিশ্ব শিক্ষক দিবস ২০১৬ জাতীয় উদ্যাপন কমিটি গঠন করা হয়েছে। এর পৃষ্ঠপোষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ও সমন্বয়ক শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ।

দিবসটি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে, যা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে শেষ হবে। এরপর দুপুর ১২টায় ঢাবির টিএসসি মিলনায়তনে আলোচনা সভা ও শিক্ষক সম্মাননা প্রদানের আয়োজন করা হয়েছে।

এতে প্রধান অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সম্মানিত অতিথি হিসেবে থাকবেন অধ্যাপক রেহমান সোবহান, রাশেদা কে চৌধুরী, ইউনেসকো প্রতিনিধি বিয়াট্রিস কালডুন প্রমুখ।

সূত্র > কালের কন্ঠ

 

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...