ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - দ্রোহ ও মানবতার কবি কাজী নজরুলের প্রয়াণ দিবস

দ্রোহ ও মানবতার কবি কাজী নজরুলের প্রয়াণ দিবস

আজকের মঠবাড়িয়া ডেস্ক >
প্রেম, দ্রোহ ও মানবতার কবি কাজী নজরুল ইসলামের ৪০তম প্রয়াণ দিবস আজ । ১৯৭৬ সালের এই দিনে (১৩৮৩ বঙ্গাব্দের ১২ ভাদ্র) ঢাকায় তৎকালীন পিজি হাসপাতালে (বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়) ৭৭ বছর বয়সে তিনি মারা যান। জাতি আজ অপরিমেয় শ্রদ্ধা ও ভালোবাসায় গোটা বাঙালী জাতি স্মরণ করছে তাঁকে। জাতীয় কবিকে রাষ্ট্রীয় মর্যাদায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে সমাহিত করা হয়।

চরম দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত তিনি কখনো মাথা নত করেননি লোভ-লালসা, খ্যাতি, অর্থবিত্তের বৈভবের কাছে। ‘চির উন্নত মম শির’ বলে আজীবন সংগ্রাম করে গেছেন শোষিত-বঞ্চিত মানুষের মুক্তির জন্য। মানবতার মুক্তির পাশাপাশি সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা, কুসংস্কার, কূপমণ্ডুকতার বিরুদ্ধেও তিনি ছিলেন সোচ্চার। তার সাহিত্যকর্মে প্রাধান্য পেয়েছে ভালোবাসা, মুক্তি এবং বিদ্রোহ। একাধারে কবি, সাহিত্যিক, সংগীতজ্ঞ, সাংবাদিক, রাজনীতিবিদ এবং সৈনিক হিসেবে অন্যায়ের বিরুদ্ধে তিনি ছিলেন সোচ্চার।
১৮৯৯ সালের ২৫ মে (১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ) ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্ম হয় নজরুলের। ছোটবেলায় দুখু মিয়া ছিল ডাকনাম। রুটির দোকানে কাজ করেছেন। মক্তবে পড়িয়েছেন। যাত্রা দলের হয়ে গান লিখেছেন। এর ভেতর দিয়ে তার হাতে সৃষ্টি হয়েছে গান, কবিতা, প্রবন্ধ, গল্প, উপন্যাস, ছোট গল্পসহ অসংখ্য রচনা। সংগীত রচনায় নজরুল অসাধারণ প্রতিভার স্বাক্ষর রাখেন। তিনি প্রায় তিন হাজারের অধিক গান রচনা ও সুর করেছেন। ১৯৭২ সালের ২৪ মে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবিকে বাংলাদেশে নিয়ে আসেন। বাংলা সাহিত্যে তাঁর বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কবিকে সম্মানসূচক ডি. লিট উপাধি দেন। ১৯৭৬ সালে বাংলাদেশ সরকার কবিকে বাংলাদেশের নাগরিকত্ব দেয়। একই বছরের ২১ ফেব্রুয়ারি কবিকে দেওয়া হয় একুশে পদক। কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানী ঢাকা, ময়মনসিংহ জেলার ত্রিশাল, কুমিল্লাসহ বিভিন্ন স্থানে পালিত হচ্ছে নানা কর্মসূচি। আজ ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের পাশে কবির সমাধিতে ফুলেল শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হন কবি। কবি নজরুলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকায় সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক দল নানা কর্মসূচি পালন করবে। কর্মসূচির আয়োজন করেছে।
নজরুল ইনস্টিটিউট আগামীকাল রবিবার থেকে তিন দিনের কর্মসূচি পালন করবে।
দ্রোহ ও মানবতার কবি প্রয়াত কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবসে আমাদের গভীর শ্রদ্ধাঞ্জলি।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...